Afghan Terrorists at Kashmir LOC: আমেরিকার সেনার ফেলে যাওয়া অস্ত্র নিয়ে কাশ্মীর সীমান্তে জড়ো হচ্ছে আফগান জঙ্গিরা! দাবি সেনাকর্তার

Last Updated:

আন্তজার্তিক সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, কাবুল দখল করার পর তালিবানরা আফগানিস্তানের জেলে বন্দি বহু জঙ্গিকে মুক্তি দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে (Afghan Terrorists at Kashmir LOC)৷

অনুপ্রবেশ রুখতে বদ্ধপরিকর ভারতীয় সেনাবাহিনী৷ Photo-PTI
অনুপ্রবেশ রুখতে বদ্ধপরিকর ভারতীয় সেনাবাহিনী৷ Photo-PTI
#শ্রীনগর: মার্কিন বাহিনী ফিরে গিয়েছে বেশ কয়েক মাস হল৷ কিন্তু আফগানিস্তানে (Afghanistan) এখনও তাদের ফেলে যাওয়া বহু অত্যাধুনিক অস্ত্র পড়ে রয়েছে৷ আর সেই সমস্ত অত্যাধুনিক সামরিক অস্ত্র নিয়েই পাকিস্তান হয়ে কাশ্মীর সীমান্তে (Afghan Terrorists at LOC) জড়ো হচ্ছে আফগান জঙ্গিরা৷ এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন উত্তর কাশ্মীরের বারামুলায় নিযুক্ত ভারতীয় সেনাবাহিনীর ১৯ নম্বর ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কম্যান্ডিং মেজর েজনারেল অজয় চাঁদপুরিয়া৷
উত্তর কাশ্মীরে (Jammu and Kashmir) পাকিস্তান সীমান্ত বরাবর জঙ্গি দমন অভিযান এবং নিরাপত্তা নজরদারির দায়িত্বে থাকে ১৫ নম্বর চিনার কর্পস-এর অধীনস্ত ১৯ নম্বর ইনফ্যান্ট্রি ডিভিশন৷
advertisement
মেজর জেনারেল চাঁদপুরিয়া বলেন, 'আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতির যথেষ্ট প্রভাব আমাদের দেশের নিরাপত্তার উপরে পড়ছে৷ বিশেষত জম্মু কাশ্মীরে এই পরিস্থিতি তৈরি হচ্ছে৷ আমেরিকার বাহিনীর বিরুদ্ধে যে আফগান জঙ্গিরা এতদিন লড়াই করছিল, তাদের এখন আর অন্য কোনও কাজ নেই৷ তাদেরকেই কাজে লাগানো হচ্ছে৷'
advertisement
ওই সেনাকর্তা আরও বলেন, 'তার উপরে নাইট ভিশন ডিভাইস, অত্যাধুনিক সমরাস্ত্র সহ মার্কিন বাহিনীর ফেলে যাওয়া প্রচুর আধুনিক সাজ সরঞ্জাম আফগানিস্তানে পড়ে রয়েছে৷'
আন্তজার্তিক সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, কাবুল দখল করার পর তালিবানরা আফগানিস্তানের জেলে বন্দি বহু জঙ্গিকে মুক্তি দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে৷ জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবার বহু প্রশিক্ষিত জঙ্গি ইতিমধ্যেই পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন ক্যাম্প এবং লঞ্চ প্যাডে পৌঁছে গিয়েছে৷
advertisement
গত প্রায় একবছর ধরে পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি বজায় রাখা সম্ভব হয়েছে৷ যার ফলে জঙ্গি অনুপ্রবেশের জন্য পাকিস্তান সেনার পক্ষ থেকে জঙ্গিদের সাহায্য করে কভার ফায়ারও দেওয়া সম্ভব হচ্ছে না৷
মেজর জেনারেল চাঁদপুরিয়ার দাবি অনুযায়ী, এই মুহূর্তে খুব কম করে হলেও অন্তত একশো থেকে ১৩০ জন জঙ্গি ভারতীয় সীমান্তের উল্টোদিকে লঞ্চ প্যাডগুলিতে ঘাঁটি েগড়ে রয়েছে৷ ওই সেনাকর্তার দাবি অনুযায়ী, 'গত এক বছরে আমরা জঙ্গি অনুপ্রবেশের যে প্রচেষ্টাগুলি রুখেছি, সেই ঘটনাগুলিতে আমরা অত্যাধুনিক মার্কিন অ্যাসল্ট রাইফেল, থার্মাল ইমেজিং নাইট ভিশন ডিভাইসের মতো সাজ সরঞ্জাম উদ্ধার করেছি৷'
advertisement
২০২১ সালে মোটের উপরে নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি বজায় ছিল৷ কিন্তু গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, এ বছরের গ্রীষ্ম কাল পড়লেই বড়সড় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা শুরু হবে৷ মেজর জেনারেল চাঁদপুরিয়াও মনে করেন, মার্কিন সেনার ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র নিয়ে আফগান জঙ্গিরাই নিয়ন্ত্রণরেখার ওপারে জড়ো হচ্ছে৷
Aditya Raj Kaul
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Afghan Terrorists at Kashmir LOC: আমেরিকার সেনার ফেলে যাওয়া অস্ত্র নিয়ে কাশ্মীর সীমান্তে জড়ো হচ্ছে আফগান জঙ্গিরা! দাবি সেনাকর্তার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement