Sheena Bora Murder Case: খুলছে বন্ধ খাতা! শিনা বোরা খুনে বাড়ছে জটিলতা, পরবর্তী শুনানি ৩ মার্চ

Last Updated:

Sheena Bora Murder Case: শুক্রবার সুপ্রিম কোর্ট শিনা বোরা হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের জামিনের আবেদন শুনতে রাজি হয়েছে এবং সিবিআইয়ের কাছে জবাব চেয়েছে।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
ফের ঘনীভূত হচ্ছে রহস্য়। শিনা বোরা হত্য়াকাণ্ডের (Sheena Bora Murder Case) জট পাকছে আবারও। ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের (Indrani Mukherjee) আবেদনের ভিত্তিতে জবাব দাখিল করেছে আদালত। ৩ মার্চ শুনানির পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে।
মেয়ে শিনা (Sheena Bora Murder Case) জীবিত আছে। আর শুধু বেঁচেই নেই, আছে এই দেশেই! এমনই দাবি তুলে সিবিআইকে (CBI) বিস্ফোরক চিঠি দিয়েছিন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তথা শিনা বোরার (Sheena Bora murder case) মা ইন্দ্রাণী মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, যাকে খুন করার জন্য এতদিন তিনি জেলে রয়েছেন, তিনি আসলে জীবিতই আছেন। এবং বহাল তবিয়তে কাশ্মীরে বসবাস করছেন এমনই আশ্চর্য দাবি করেন ইন্দ্রাণী।
advertisement
advertisement
সূত্রের খবর, ইন্দ্রাণী মুখোপাধ্যায় (Indrani Mukerjee) সিবিআইয়ের ডিরেক্টরকে একটি চিঠি লিখে দাবি করেছেন, কিছুদিন আগে জেলে এক মহিলার সঙ্গে তাঁর আলাপ হয়। ওই মহিলা তাঁকে জানিয়েছেন, যে শিনা বোরাকে (Sheena Bora Murder Case)  তিনি কাশ্মীরে দেখেছেন। তাই সিবিআইয়ের কাছে ইন্দ্রাণীর অনুরোধ, তাঁরা যেন কাশ্মীরে গিয়ে শিনার জন্য তল্লাশি শুরু করেন। শিনা বোরা জীবিত আছেন, এই দাবিতে সিবিআই ডিরেক্টরকে চিঠি লেখার পাশাপাশি বিশেষ সিবিআই আদালতে একটি আর্জিও জানিয়েছিলেন ইন্দ্রাণী।
advertisement
শুক্রবার সুপ্রিম কোর্ট শিনা বোরা হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্য়ায়ের জামিনের আবেদন শুনতে রাজি হয়েছে এবং সিবিআইয়ের কাছে জবাব চেয়েছে। বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের সিঙ্গেল বেঞ্চ ইন্দ্রাণীর দায়ের করা একটি আবেদনের ভিত্তিতে সিবিআইকে নোটিশ জারি করেছে। শীর্ষ আদালত জানিয়েছে, দুই সপ্তাহ পরে আবেদনটি গ্রহণ করা হবে।
advertisement
প্রসঙ্গত, ২০১২ সালে গোটা দেশে সাড়া ফেলেছিল শিনা বোরা (Sheena Bora Murder Case)  হত্যাকাণ্ড। অভিযোগ, সে বছরের ২৪ এপ্রিল একটি গাড়ির মধ্যে শ্বাসরোধ করে খুন করা হয় ২৫ বছরের যুবতীকে। শিনা বোরা ছিলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায় ও তাঁর সঙ্গী সিদ্ধার্থ দাসের মেয়ে। প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না ও চালক শ্যাম রাইয়ের সাহায্যে মুম্বই থেকে অনতিদূরে রায়গড়ের নির্জন জঙ্গলে শিনার দেহ পুড়িয়ে মাটি চাপা দিয়ে দেয় ইন্দ্রাণী৷ তা না হলে ইন্দ্রাণী অনেক আগেই ধরা পড়ে যেত বলে দাবি বিশেষজ্ঞ মহলের৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sheena Bora Murder Case: খুলছে বন্ধ খাতা! শিনা বোরা খুনে বাড়ছে জটিলতা, পরবর্তী শুনানি ৩ মার্চ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement