Indian Army Colonel Sophiya Qureshi: অপারেশন সিঁদুরের পর গোটা দেশ গর্বিত কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে, তখন কী বলছেন তাঁর বাবা মা?

Last Updated:

Indian Army Colonel Sophiya Qureshi: অপারেশন সিঁদুরের পর কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কম্যান্ডার ব্যোমিকা সিং ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছেন৷ তাঁদের সঙ্গে সরকারের পক্ষ থেকে হাজির ছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি৷

সোফিয়া কুরেশি
সোফিয়া কুরেশি
নয়াদিল্লি: সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক ছিল বুধবার অপারেশন সিঁদুরের পর৷ আর সেই বৈঠকেই নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিত্ব করতে হাজির করা হল দুই মহিলা অফিসারকে৷ মঙ্গলবার মধ্যরাতে ভারতের প্রত্যাঘাতে চমকের পর বৈঠকেও চমক।
কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কম্যান্ডার ব্যোমিকা সিং ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছেন৷ তাঁদের সঙ্গে সরকারের পক্ষ থেকে হাজির ছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি৷ দেশের অন্যতম অভিজ্ঞ এই কূটনীতিক এবং আমলার আরও একটি পরিচয়, তিনি একজন কাশ্মীরি পণ্ডিত৷ জম্মু কাশ্মীরের বুকে পহেলগাঁওয়ে নৃশংস হামলার বদলা ভারত কীভাবে নিয়েছে, তা ব্যাখ্যা করতে গিয়ে এ দিন এই দুঁদে কূটনীতিকের গলাও যেন ঈষৎ ধরে আসছিল৷
advertisement
আরও পড়ুন: ‘ওরা এখন বাড়িতে থাকলেই ভাল’, গরমের ছুটি নিয়ে প্রাইভেট স্কুলগুলির কাছে বড় আবেদন মমতার! বড় কোনও ইঙ্গিত মিলেছে?
বুধবার নিউদিল্লিতে অপারেশন সিঁদুরের মিডিয়া ব্রিফিং। সেখানে ছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি, উইং কমান্ডার ব্যোমিকা সিং ও কর্নেল সোফিয়া কুরেশি। কর্নেল ভিডিয়োর মাধ্যমে তুলে ধরেন কীভাবে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
গোটা দেশ যখন গর্বিত কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে তখন কী বলছেন তাঁর বাবা মা? সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে কর্নেলের বাবা তাজ মহম্মদ কুরেশি বলেন, ‘আমরা অত্যন্ত গর্বিত। আমাদের মেয়ে দেশের জন্য অনেক বড় কাজ করেছে। পাকিস্তানের ধ্বংস হয়ে যাওয়া দরকার। আমার দাদু, আমার বাবা, আমি সকলেই ছিলাম আর্মিতে। এখন মেয়ে রয়েছে।’
advertisement
আরও পড়ুন: ‘পাকিস্তানে কোনও জঙ্গিশিবির নেই’, লাইভ শো-তে পাকিস্তানের মন্ত্রীর কথা শুনে চুপ করালেন সঞ্চালিকা! দেখুন ভাইরাল ভিডিও
কর্নেল সোফিয়ার মা হালিমা কুরেশি এই অপারেশন সিঁদুর নিয়ে অত্যন্ত গর্বিত। তিনি বলেন, ‘আমাদের মা বোনেদের সিঁদুরের বদলা নিয়েছে ভারতীয় সেনা। তিনি জানিয়েছেন সোফিয়া বাবা ও দাদুর পথে যেতে চেয়েছিল।’ মা আরও বলেন, ‘ছোটবেলার মাঝেমধ্যেই বলত বড় হলে আর্মিতে যোগ দেব। আমরা আমাদের মা বোনেদের সিঁদুরের বদলা নিয়েছি। মহম্মদ সঞ্জয় কুরেশি জানান, দেশ এই প্রত্যাঘাতের জন্য় দিন গুনছিল। তিনি জানিয়েছেন, দিদি আমার আদর্শ। আমরা প্রতিশোধের জন্য অপেক্ষা করছিলাম। তবে সেটা যে এমন হবে ভাবিনি। আমরা অবাক আমাদের পরিবার এমন সুযোগ পাবে। এএনআইকে জানিয়েছেন তিনি।
advertisement
২৫ মিনিটের অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের মাটিতে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারত৷ অপারেশন সিঁদুর সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে এ দিন সকালেই সেনা এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল৷
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Army Colonel Sophiya Qureshi: অপারেশন সিঁদুরের পর গোটা দেশ গর্বিত কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে, তখন কী বলছেন তাঁর বাবা মা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement