Operation Sindoor Pakistan: 'পাকিস্তানে কোনও জঙ্গিশিবির নেই', লাইভ শো-তে পাকিস্তানের মন্ত্রীর কথা শুনে চুপ করালেন সঞ্চালিকা! দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Operation Sindoor Pakistan: সাক্ষাৎকারে আতাউল্লাহ তারারের দাবি, নিয়ন্ত্রণরেখার কাছে কোনও জঙ্গিশিবির নেই এবং এই অঞ্চলে যাঁরা বাস করেন তাঁরা সকলেই সাধারণ নাগরিক। তারপর? ভাইরাল ভিডিও
কলকাতা: পহেলগাঁও হামলার ১৪ দিনের মাথায় পাকিস্তানে প্রত্যাঘাত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গিঘাঁটি উড়িয়ে দেওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই বিবৃতি দিলেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মন্ত্রী আতাউল্লাহ তারার। পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মন্ত্রী আতাউল্লাহ তারারের দাবি, পাকিস্তানে কোনও জঙ্গিঘাঁটি নেই। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে সঞ্চালিকা ইয়ালদা হাকিমের করা পর পর প্রশ্নবাণে জর্জরিত হন পাক মন্ত্রী।
সেই সাক্ষাৎকারে আতাউল্লাহ তারারের দাবি, নিয়ন্ত্রণরেখার কাছে কোনও জঙ্গিশিবির নেই এবং এই অঞ্চলে যাঁরা বাস করেন তাঁরা সকলেই সাধারণ নাগরিক। তাঁর আরও দাবি, ভারত যে স্থানগুলিকে জঙ্গিশিবির বলে চিহ্নিত করেছে সেগুলি আসলে অসামরিক এলাকা।
Pakistani information minister Ataullah Tarar just went up on Sky News. It didn’t go as planned. Incredible work by @SkyYaldaHakim 👏 pic.twitter.com/pNKJvrjIGo
— Shubhangi Sharma (@ItsShubhangi) May 6, 2025
advertisement
advertisement
আরও পড়ুন: ‘এটা যেন এখানেই শেষ না হয়…’, কাঁদতে কাঁদতে মোদি সরকারের কাছে বড় দাবি পহেলগাঁওতে নিহত নৌসেনার স্ত্রী হিমাংশির
এই বক্তব্যের সঙ্গে সঙ্গে বিরোধিতা করেন স্কাই নিউজের সঞ্চালিকা ইয়ালদা হাকিম। সেই সাক্ষাৎকারেরই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে পাক মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘আমি এটা স্পষ্ট করে বলতে চাই, পাকিস্তানে কোনও সন্ত্রাসী শিবির নেই। পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা প্রথম সারির রাষ্ট্র।’
advertisement
আরও পড়ুন: ‘একটু বেশিই বিখ্যাত হয়ে গেলাম’, উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে বললেন রূপায়ণ! ভবিষ্যতে কী হতে চান?
ইয়ালদার যুক্তি ছিল কয়েক সপ্তাহ আগেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তাঁর অনুষ্ঠানে এসে স্বীকার করেছিলেন, তিন দশক ধরে আমেরিকা ও ব্রিটেন-সহ পশ্চিমি দেশগুলি পাকিস্তানকে দিয়ে ‘নোংরা কাজ’ করাত। আসিফ জানান, কয়েক দশক ধরে জঙ্গিগোষ্ঠীগুলিকে অর্থসাহায্যের পাশাপাশি বিভিন্ন ভাবে মদত দিয়ে এসেছে পাকিস্তান। এই যুক্তির পরেই কার্যত কথা হারিয়ে ফেলেন পাক মন্ত্রী। ইয়ালদা সরাসরি বলেন, ‘আপনার বক্তব্য পারভেজ মোশাররফ, বেনজির ভুট্টো, সর্বোপরি প্রতিরক্ষামন্ত্রীর বিপরীত’।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2025 6:46 PM IST