Covid 19: দেশে দৈনিক সংক্রমণ কিছুটা কমে ১ লক্ষ ৬৮ হাজার, মৃত্যু ২৭৭ জনের

Last Updated:

Daily Covid Update: দেশে সাপ্তাহিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ৮.৮৫ শতাংশ। দেশে আপাতত সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ ২১ হাজার ৪৪৬ জন। মোট আক্রান্তের মধ্যে শতাংশের বিচারে ২.২৯ শতাংশ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#নয়াদিল্লি: দেশে দৈনিক করোনা (Covid 19) সংক্রমণ কিছুটা কমল। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে দেশে ১ লক্ষ ৬৮ হাজার করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে মোট ২৭৭ জন করোনা আক্রান্তের। নতুন করে দেশে পাওয়া গিয়েছে ৪ হাজার ৪৬১ জন ওমিক্রন আক্রান্তের খোঁজও। তবে সব মিলিয়ে আগের ২৪ ঘণ্টার চেয়ে শেষ ২৪ ঘণ্টায় কোভিডের গ্রাফ কিছুটা নামল, এ কথা বলা চলে। কারণ দৈনিক সংক্রমণ, মৃত্যুর পাশাপাশি কমেছে সংক্রমণের হারও। ১৩.২৯ শতাংশ থেকে সংক্রমণের হার কমে এসেছে ১০.৬৪ শতাংশে।
দেশে সাপ্তাহিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ৮.৮৫ শতাংশ। দেশে আপাতত সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ ২১ হাজার ৪৪৬ জন। মোট আক্রান্তের মধ্যে শতাংশের বিচারে ২.২৯ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৬৯ হাজার ৯৫৯ ডন। দেশে বর্তমানে সুস্থতার হার দাঁড়িয়ে আছে ৯৬.৩৬ শতাংশে।
আরও পড়ুন - মানুষের পাশে থাকুন, কোভিড কালে বিপন্নদের পাশে থাকতে কর্মীদের নির্দেশ তৃণমূলের
করোনার তৃতীয় ঢেউয়ের সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে করোনার টিকা। টিকাকরণর কর্মসূচির জন্যই কমেছে হাসপাতালে ভর্তি হওয়ার পরিমাণ, চিকিৎসকমহল একথা স্বীকার করেছে। এখনও পর্যন্ত ভারত মোট ১৫২ কোটি টিকা দিয়েছে। পাশাপাশি সোমবার থেকে শুরু হয়েছে বুস্টার ডোজের টিকাকরণ। প্রথমদিন দেশের প্রায় লক্ষ প্রথম সারির করোনা যোদ্ধা ও ষাটোর্ধ্বরা টিকা পেয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন - 'দ্বিচারী কংগ্রেস', জাগোবাংলায় চণ্ডীগড় পুরনিগমের ফল নিয়ে তীব্র আক্রমণ তৃণমূলের
সংক্রমণের দিক থেকে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গের মতো রাজ্য। দিল্লির ক্ষেত্রে বলা হয়েছে, টেস্ট করা প্রতি চার জনের একজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ছে। মহারাষ্ট্রের চেহারাও একই রকম। পশ্চিমবঙ্গেও সংক্রমণ হুহু করে বাড়ছে।
Daily Covid Update: দেশে সাপ্তাহিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ৮.৮৫ শতাংশ। দেশে আপাতত সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ ২১ হাজার ৪৪৬ জন। মোট আক্রান্তের মধ্যে শতাংশের বিচারে ২.২৯ শতাংশ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covid 19: দেশে দৈনিক সংক্রমণ কিছুটা কমে ১ লক্ষ ৬৮ হাজার, মৃত্যু ২৭৭ জনের
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement