India Ranked Lowest in Environment Performance Index: পরিবেশের মানের নিরিখে বিশ্বে সবচেয়ে পিছিয়ে ভারত! 'অবৈজ্ঞানিক' বলে উড়িয়ে দিল মন্ত্রক
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Modi Govt Rebuts Worst Sustainable Country Rating: মন্ত্রক আরও জানিয়েছে, যে সূচকে ভারতের অবস্থান ভাল ছিল তার মান কমিয়ে দেওয়া হয়েছে এবং এই ধরনের পরিবর্তনের কারণগুলিও প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়নি।
#নয়াদিল্লি: এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স ২০২২-কে অস্বীকার করল ভারত! এই সূচক অনুযায়ী ১৮০ টি দেশের তালিকায় সবচেয়ে নীচে রয়েছে ভারত। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক বুধবার এই তালিকাকে অস্বীকার করে জানিয়েছে, এই তালিকা তৈরিতে ব্যবহৃত কিছু সূচক সম্পূর্ণ “অনুমান এবং অবৈজ্ঞানিক পদ্ধতির উপর ভিত্তি করে” গৃহীত। সম্প্রতি ইয়েল সেন্টার ফর এনভায়রনমেন্টাল ল অ্যান্ড পলিসি এবং সেন্টার ফর ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স ইনফরমেশন নেটওয়ার্ক, কলম্বিয়া ইউনিভার্সিটি জলবায়ু পরিবর্তনের কার্যকারিতা, পরিবেশগত স্বাস্থ্য এবং বাস্তুতন্ত্রের জীবনীশক্তির উপর দেশের বিচার করার জন্য ১১টি বিভাগে ৪০টি সূচক ব্যবহার করেছে।
“সম্প্রতি প্রকাশিত এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স (EPI) ২০২২ ভিত্তিহীন, এতে স্রেফ অনুমানের উপর ভিত্তি করে অনেক সূচক রয়েছে। কর্মক্ষমতা মূল্যায়নের জন্য ব্যবহৃত এই সূচকগুলির মধ্যে বেশ কিছুই অনুমান এবং অবৈজ্ঞানিক পদ্ধতির উপর ভিত্তি করে গৃহীত,” এক বিবৃতিতে জানিয়েছে পরিবেশ মন্ত্রক।
advertisement
advertisement
“জলবায়ু নীতির একটি নতুন সূচক হল ‘২০৫০ সালে অনুমিত GHG নির্গমনের মাত্রা’। দীর্ঘ সময়কালে পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষমতা এবং ব্যবহারের পরিধি, সংশ্লিষ্ট দেশের অতিরিক্ত কার্বন সিঙ্ক, শক্তি দক্ষতা ইত্যাদি বিবেচনা করার বদলে গত ১০ বছরের নির্গমনে পরিবর্তনের গড় হারের উপর ভিত্তি করে গণনা করা হয়েছে এটি,” দাবি মন্ত্রকের।
মন্ত্রক আরও জানিয়েছে, যে সূচকে ভারতের অবস্থান ভাল ছিল তার মান কমিয়ে দেওয়া হয়েছে এবং এই ধরনের পরিবর্তনের কারণগুলিও প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়নি। মাথাপিছু GHG নির্গমন এবং GHG নির্গমন তীব্রতার প্রবণতার মতো সূচকগুলির ইক্যুইটির নীতিকে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে, দাবি মন্ত্রকের।
advertisement
জলের গুণমান, জল ব্যবহারের দক্ষতা, মাথাপিছু বর্জ্য উত্পাদনের সূচকগুলিকে অন্তর্ভুক্তই করা হয়নি বলে দাবি মন্ত্রকের। সূচকটিতে সুরক্ষার গুণমানের চেয়ে সুরক্ষিত এলাকার পরিমাণের উপর জোর দেওয়া হয়েছে বলে দাবি কেন্দ্রের। “সংরক্ষিত এলাকা এবং পরিবেশ সংবেদনশীল অঞ্চলগুলির ব্যবস্থাপনা, কার্যকারিতা এবং জীববৈচিত্র্য সূচকগুলির গণনার মধ্যে ধরাই হয়নি,” জানিয়েছে মন্ত্রক।
advertisement
সূচকটিতে বাস্তুতন্ত্রের পরিমাণ গণনা করা হলেও তাদের অবস্থা বা উত্পাদনশীলতা গণনা করা হয়নি। এতে কৃষি জীববৈচিত্র্য, মাটির স্বাস্থ্য, খাদ্যের ক্ষয় এবং বর্জ্যের মতো সূচক অন্তর্ভুক্ত করা হয়নি। বড় কৃষিনির্ভর জনসংখ্যার উন্নয়নশীল দেশগুলির জন্য এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ। মন্ত্রক তাই স্পষ্টভাবেই জানিয়েছে, এই “বিশ্লেষণ গ্রহণ করছে না ভারত”।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2022 9:04 PM IST