সীমান্তে নেতৃত্ব দিচ্ছিলেন, হঠাৎ বিঁধল পাকিস্তানের গুলি...! দেশের জন্য শহিদ আরও এক জওয়ান
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Supreme Sacrifice Made By BSF: বিএসএফ সাব-ইন্সপেক্টর মোঃ ইমতিয়াজ জম্মুর আর এস পুরা সেক্টরে পাকিস্তানের গুলিতে শহিদ হন। তাঁর বীরত্বকে শ্রদ্ধা জানিয়ে কাল পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য হবে।
আন্তর্জাতিক সীমান্তে কর্তব্যরত অবস্থায় পাকিস্তানের পক্ষ থেকে ছোড়া গুলিতে শহিদ হলেন বিএসএফ-এর সাব-ইন্সপেক্টর মোঃ ইমতিয়াজ। শনিবার ভোরবেলা জম্মুর আর এস পুরা সেক্টরে ঘটে এই সংঘর্ষ। বিএসএফ সূত্রে খবর, সীমান্ত ফাঁড়ির দায়িত্বে থাকা অবস্থায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন সাহসী এই জওয়ান। হঠাৎ শত্রুপক্ষ গুলি চালালে তিনি বুকে গুলি খেয়ে শহিদ হন।
বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিজি-সহ সমস্ত সদস্য এই বীর শহিদকে শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
advertisement
We salute the supreme sacrifice made by BSF #Braveheart Sub Inspector Md Imteyaz in service of the nation on 10 May 2025 during cross border firing along the International Boundary in R S Pura area, District Jammu.
While leading a BSF border out post, he gallantly led from the… pic.twitter.com/crXeVFSgUZ
— BSF JAMMU (@bsf_jammu) May 10, 2025
advertisement
কাল সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
শহিদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আগামীকাল জম্মুর পালৌরায় বিএসএফ ফ্রন্টিয়ার সদর দফতরে আয়োজিত হবে পূর্ণ সামরিক মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। উপস্থিত থাকবেন উচ্চপদস্থ আধিকারিকরা, সহকর্মীরা ও পরিবারের সদস্যরা।

advertisement
পাকিস্তানের পক্ষ থেকে ছোড়া গুলিতে শহিদ হলেন বিএসএফ-এর সাব-ইন্সপেক্টর মোঃ ইমতিয়াজ।
দেশজুড়ে শোক ও কৃতজ্ঞতা
সোশ্যাল মিডিয়ায় শোকবার্তার বন্যা। ‘#Braveheart’ হ্যাশট্যাগে বহু সাধারণ নাগরিক, প্রাক্তন সেনা ও বিশিষ্ট জনেরা মোঃ ইমতিয়াজের বীরত্বের কথা স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন।
advertisement
এদিকে, ঘটা করে সংঘর্ষবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাকিস্তানের প্রস্তাবে সাড়া দিয়ে বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল ভারতও৷ কিন্তু তার পর তিন ঘণ্টা কাটতে না কাটতেই সংঘর্ষবিরতি ভেঙে ফের জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাক বাহিনীর বিরুদ্ধে ফের গোলাগুলি ছড়ার অভিযোগ উঠল৷ বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরেও৷ শ্রীনগরে সেনাবাহিনীর সদর দফতরের কাছেই চারটি পাকিস্তানি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে খবর৷
advertisement
শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও৷ তিনি দাবি করেছেন, শ্রীনগরে ভারতের এয়ার ডিফেন্স ইউনিটও কার্যকর হয়েছে৷ রাজৌরি, আখুনর, পুঞ্চেও সংঘর্ষবিরতি লঙ্ঘন হয়েছে বলে খবর৷ রাজস্থানের পোখরান, গুজরাতের কচ্ছেও এলাকার আকাশেও পাক ড্রোন দেখা গিয়েছে বলে খবর৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 10, 2025 11:20 PM IST