'আমার টাকাটা?' রাজধানী এক্সপ্রেসে চড়েও আরাম নেই! সিটে গা এলাতেই হাজির প্যান্ট্রি বয়...যা হল! জবাব দিল IRCTC

Last Updated:
Indian Railways: এখনও পর্যন্ত এই ট্রেনের পরিষেবা ও মানের প্রশংসা করেন বহু যাত্রী। তবে, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, রাজধানী এক্সপ্রেসেও ঘটে চলেছে অদ্ভুত এই কাণ্ড।
1/9
রাজধানী এক্সপ্রেসে চড়েও আরাম হল না। একের পর এক খাবার খেয়ে কোথায় সিটে বসে একটু নিজের মতো সময় কাটাবেন যাত্রী, এমন সময় এসে হাজির এক যুবক...'আমার টাকাটা?' চমকে উঠলেন যাত্রী। ট্রেনের মধ্যে কী করে সম্ভব!
রাজধানী এক্সপ্রেসে চড়েও আরাম হল না। একের পর এক খাবার খেয়ে কোথায় সিটে বসে একটু নিজের মতো সময় কাটাবেন যাত্রী, এমন সময় এসে হাজির এক যুবক...'আমার টাকাটা?' চমকে উঠলেন যাত্রী। ট্রেনের মধ্যে কী করে সম্ভব! (Representative Image: AI)
advertisement
2/9
রাজধানী এক্সপ্রেস সেই সময় থেকে চলছে যখন 'বন্দে ভারত', 'তেজস', 'দুরন্ত' বা 'শতাব্দী' এক্সপ্রেসের নামও শোনা যায়নি। দিল্লি ও হাওড়ার মধ্যে চলা প্রথম রাজধানী এক্সপ্রেস শুরু হয়েছিল প্রায় ৫৫ বছর আগে। একসময় এই ট্রেনে চড়াই ছিল অনেকের স্বপ্ন।
রাজধানী এক্সপ্রেস সেই সময় থেকে চলছে যখন 'বন্দে ভারত', 'তেজস', 'দুরন্ত' বা 'শতাব্দী' এক্সপ্রেসের নামও শোনা যায়নি। দিল্লি ও হাওড়ার মধ্যে চলা প্রথম রাজধানী এক্সপ্রেস শুরু হয়েছিল প্রায় ৫৫ বছর আগে। একসময় এই ট্রেনে চড়াই ছিল অনেকের স্বপ্ন। (Representative Image: File photo)
advertisement
3/9
এখনও পর্যন্ত এই ট্রেনের পরিষেবা ও মানের প্রশংসা করেন বহু যাত্রী। তবে, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, রাজধানী এক্সপ্রেসেও ঘটে চলেছে অদ্ভুত এই কাণ্ড।
এখনও পর্যন্ত এই ট্রেনের পরিষেবা ও মানের প্রশংসা করেন বহু যাত্রী। তবে, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, রাজধানী এক্সপ্রেসেও ঘটে চলেছে অদ্ভুত এই কাণ্ড। (Representative Image: AI)
advertisement
4/9
 এক প্যান্ট্রি বয় যাত্রীদের কাছে বারকোড দেখাচ্ছেন এবং কেউ কেউ ফিসফিস করে বলছেন, “আমি দিয়ে দিয়েছি”, আর একজন বলছেন, “ঠিক আছে, কোনও অসুবিধে নেই!” এই ৩২ সেকেন্ডের ভিডিওতেই শেষ হয়ে যায় সেই দৃশ্য।
এক প্যান্ট্রি বয় যাত্রীদের কাছে বারকোড দেখাচ্ছেন এবং কেউ কেউ ফিসফিস করে বলছেন, “আমি দিয়ে দিয়েছি”, আর একজন বলছেন, “ঠিক আছে, কোনও অসুবিধে নেই!” এই ৩২ সেকেন্ডের ভিডিওতেই শেষ হয়ে যায় সেই দৃশ্য। (Representative Image: AI)
advertisement
5/9
তবে ভিডিওতে ‘টিপস’ সংক্রান্ত সরাসরি কোনও কথা শোনা যায় না। কিন্তু ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, প্যান্ট্রি বয় যাত্রীদের কাছে টিপস চাইছেন।
তবে ভিডিওতে ‘টিপস’ সংক্রান্ত সরাসরি কোনও কথা শোনা যায় না। কিন্তু ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, প্যান্ট্রি বয় যাত্রীদের কাছে টিপস চাইছেন। (Representative Image: AI)
advertisement
6/9
ব্যক্তির দেওয়া PNR থেকে জানা যায়, ট্রেন নম্বর ২২৬৯১ রাজধানী এক্সপ্রেস, যা কেএসআর বেঙ্গালুরু জংশন থেকে হজরত নিজামউদ্দিনের মধ্যে চলে। ওই ব্যক্তি B2 কোচে ছিলেন এবং নাগপুর জংশন পর্যন্ত টিকিট কেটেছিলেন। সেই যাত্রাপথেই তিনি এই পরিস্থিতির সম্মুখীন হন বলে জানিয়েছেন।
ব্যক্তির দেওয়া PNR থেকে জানা যায়, ট্রেন নম্বর ২২৬৯১ রাজধানী এক্সপ্রেস, যা কেএসআর বেঙ্গালুরু জংশন থেকে হজরত নিজামউদ্দিনের মধ্যে চলে। ওই ব্যক্তি B2 কোচে ছিলেন এবং নাগপুর জংশন পর্যন্ত টিকিট কেটেছিলেন। সেই যাত্রাপথেই তিনি এই পরিস্থিতির সম্মুখীন হন বলে জানিয়েছেন। (Photo:X)
advertisement
7/9
X (সাবেক টুইটার)-এ @Pritam\_Tayde0 নামের ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে লেখেন— "আমি ২২৬৯১ রাজধানী এক্সপ্রেসের B2 কোচে ছিলাম। ভালই যাচ্ছিল সফর, হঠাৎ দেখলাম ক্যাটারিং কর্মীরা প্রত্যেক যাত্রীর কাছে 'খরচাপানি' সম্পর্কে জানতে চাইছেন। বলছেন এই টাকা ওপরে যায়, সবার মধ্যে ভাগ হয়।"
X (সাবেক টুইটার)-এ @Pritam\_Tayde0 নামের ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে লেখেন— "আমি ২২৬৯১ রাজধানী এক্সপ্রেসের B2 কোচে ছিলাম। ভালই যাচ্ছিল সফর, হঠাৎ দেখলাম ক্যাটারিং কর্মীরা প্রত্যেক যাত্রীর কাছে 'খরচাপানি' সম্পর্কে জানতে চাইছেন। বলছেন এই টাকা ওপরে যায়, সবার মধ্যে ভাগ হয়।" (Representative Image: File photo)
advertisement
8/9
এই পোস্টে @IRCTCofficial কমেন্ট করে লেখে—"স্যার, অনুগ্রহ করে আপনার মোবাইল নম্বর ডিরেক্ট মেসেজে শেয়ার করুন।" তবে যাত্রীটি উত্তর দেন— "যদি নম্বর পাঠাই, তাহলে আপনার লোকজন আমাকেই হেনস্থা করবে।"
এই পোস্টে @IRCTCofficial কমেন্ট করে লেখে— "স্যার, অনুগ্রহ করে আপনার মোবাইল নম্বর ডিরেক্ট মেসেজে শেয়ার করুন।" তবে যাত্রীটি উত্তর দেন— "যদি নম্বর পাঠাই, তাহলে আপনার লোকজন আমাকেই হেনস্থা করবে।" (Representative Image: File photo)
advertisement
9/9
ঘটনার সত্যতা এখনও নিশ্চিত না হলেও এই ভিডিও ও অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও IRCTC এখনই তদন্ত শুরু করেছে বলেই মনে করা হচ্ছে।
ঘটনার সত্যতা এখনও নিশ্চিত না হলেও এই ভিডিও ও অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেক যাত্রীই অভিযোগ করেছেন রাজধানী এক্সপ্রেস শুধু নয়, বন্দে ভারতেও এই প্যান্ট্রিবয়দের টাকা চাওয়ার বিষয় ইদানীং বেড়ে গিয়েছে। (Representative Image: File photo)
advertisement
advertisement
advertisement