India Pakistan Border News: অবশেষে ভারতের জন্যই স্বস্তি পেল পাকিস্তান! আটকে থাকা পাকিস্তানীদের আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরানোর সিদ্ধান্ত...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
India Pakistan Border News: পহেলগাঁও হামলার পর সীমান্তে কড়াকড়ি থাকলেও ভারতে আটকে থাকা পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার অনুমতি দিল ভারত সরকার। আটারি সীমান্ত দিয়ে গত এক সপ্তাহে প্রায় ৯২৬ জন পাকিস্তানি দেশে ফিরে গেছেন, বিস্তারিত জানুন...
অমৃতসর: পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর সীমান্তে কড়াকড়ির মধ্যেই মানবিকতার নজির রাখল ভারত। কেন্দ্রীয় সরকার আতারি সীমান্ত দিয়ে ভারতে আটকে পড়া বৈধ কাগজপত্রধারী পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে। যদিও এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ১ মে থেকে আতারি সীমান্ত দিয়ে বাণিজ্য ও সাধারণ যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল।
পহেলগাঁও হামলার পর সীমান্তে কড়াকড়ি থাকলেও ভারতে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার অনুমতি দিল ভারত সরকার। আতারি সীমান্ত দিয়ে গত এক সপ্তাহে প্রায় ৯২৬ জন পাকিস্তানি দেশে ফিরে গেছেন।
আরও পড়ুন: পাকিস্তান থেকে আসা ৪ সন্তানের মা সীমা হায়দারকে মনে আছে! এবার তার কী হবে? কী বলছে আইনজীবী জানুন…
advertisement
advertisement
পহেলগাঁও-এ জঙ্গীদের আক্রমণে পর্যটকদের হত্যা ঘটনার পর ফুঁসে উঠেছে গোটা দেশ৷ এমন অবস্থায় চুপ থাকেনি ভারত সরকারও৷ পাকিস্তানকে সবদিক থেকেই প্রবল চাপে রেখেছে তারা৷ এসবের মধ্যেই নিরীহ পাকিস্তানীদের দেশে ফেরানোর সিদ্ধান্ত সরকারের৷
সকাল সকাল সুখবর পেতেই পাকিস্তানি নাগরিকদের পক্ষে এই সিদ্ধান্তে স্বস্তি ফিরে আসে। বৃহস্পতিবার সূর্যের আলো ফুটতেই একাধিক পাকিস্তানের নাগরীক আটারি সীমান্তে পৌঁছে যান৷ যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চাইছিলেন তারা৷ তবে প্রথমদিকে বেশ কিছু সমস্যায় পড়তে হয় তাদের৷ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে তাদের আটকে দেওয়া হয়েছিল৷ কারণ তখনও পর্যন্ত অনুমতির আনুষ্ঠানিক বার্তা বিএসএফের কাছে পৌঁছায়নি। পরে কেন্দ্রীয় ক্লিয়ারেন্স আসতেই তাদের যাত্রার প্রক্রিয়া শুরু হয়।
advertisement
২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে, মোট ৯২৬ জন পাকিস্তানি তাদের দেশে ফিরে গেছেন এবং ১,৮৪১ জন ভারতীয় ভারতে ফিরে এসেছেন। এই সময়কালে নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কড়াকড়ি।
পহেলগাঁও হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পরে ভারত দ্রুত আতারি সীমান্তে বাণিজ্য ও পারাপার বন্ধ করে দেয়। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নেয় এবং সমস্ত রকম ভারতীয় বাণিজ্য স্থগিত করে। ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের ১৬টি ভিসার মধ্যে ১৪টি বাতিল করে দেয়। বাকি দুটির মধ্যে একটির ভবিষ্যৎও ঝুলে রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2025 4:34 PM IST