Bilawal Bhutto: মোদির সঙ্গে লাদেনের তুলনা, পাল্টা বিবৃতিতে পাক বিদেশমন্ত্রীকে তুলোধনা দিল্লির

Last Updated:

পাক বিদেশমন্ত্রীর এই আপত্তিকর মন্তব্য়ের জবাব দিতে গিয়ে ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়েছে।

নরেন্দ্র মোদিকে বেনজির আক্রমণ বিলাওয়াল ভুট্টোর। Photo-Reuters
নরেন্দ্র মোদিকে বেনজির আক্রমণ বিলাওয়াল ভুট্টোর। Photo-Reuters
#দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ওসামা বিন লাদেনের তুলনা করেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের মঞ্চে করা পাক বিদেশমন্ত্রীর করা এই মন্তব্য়ের পাল্টা জবাব দিয়েছে ভারতও।
পাক বিদেশমন্ত্রীর মন্তব্য়ের কঠোর প্রতিবাদ জানিয়ে নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, 'বিলাওয়াল ভুট্টো যা বলেছেন, তা পাকিস্তানের মান অনুযায়ীও অত্য়ন্ত নিম্নরুচির।' এই ধরনের মন্তব্য় থেকে বিরত থেকে বরং পাকিস্তানকে সন্ত্রাস দমনে মন দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে দিল্লির পক্ষ থেকে।
advertisement
advertisement
বৃহস্পতিবার বিলাওয়াল ভুট্টো বলেছিলেন, 'ওসামা বিন লাদেনের মৃত্য়ু হয়েছে। কিন্তু গুজরাতের কসাই এখনও বেঁচে রয়েছে। আর তিনি ভারতের প্রধানমন্ত্রী।' ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুড়ঘর বলে কটাক্ষ করেছিলেন। তার জবাব দিতে গিয়েই নরেন্দ্র মোদির সঙ্গে লাদেনের তুলনা টানেন বিলাওয়াল।
advertisement
পাক বিদেশমন্ত্রীর এই আপত্তিকর মন্তব্য়ের জবাব দিতে গিয়ে ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, 'এই মন্তব্য় পাকিস্তানের জন্য়ও নতুন নিম্নরুচির পরিচয় দিল। পাকিস্তানের বিদেশমন্ত্রী সম্ভবত ভুলে গিয়েছেন, ১৯৭১ সালে আজকের দিনে কীভাবে পাক শাসিত বাঙালি এবং হিন্দুদের উপরে গণহত্য়া চালানো হয়েছিল। দুর্ভাগ্য়জনক ভাবে পাকিস্তান সংখ্য়ালঘুদের উপরে নির্যাতনের পথ থেকে সরে আসেনি। ভারতের বিরুদ্ধে তোপ দাগার মতো বিশ্বাসযোগ্য়তা পাকিস্তানের নেই।'
advertisement
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'সন্ত্রাস এবং সন্ত্রাসে মদতকারীদের নিয়ন্ত্রণ করতে না পারার হতাশা থেকেই সম্ভবত এই বর্বরোচিত বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। নিউ ইয়র্ক, মুম্বাই, পাঠানকোট, লন্ডনের মতো শহর পাক মদতপুষ্ট সন্ত্রাসের ক্ষত বহন করছে। এই মেড ইন পাকিস্তান সন্ত্রাস আগে বন্ধ হওয়া দরকার।'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bilawal Bhutto: মোদির সঙ্গে লাদেনের তুলনা, পাল্টা বিবৃতিতে পাক বিদেশমন্ত্রীকে তুলোধনা দিল্লির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement