GDP: কৃষি ক্ষেত্রে ধাক্কা, ৭ শতাংশের নীচে নামল বৃদ্ধির হার! তবু চিনের আগে ভারত

Last Updated:

জাতীয় পরিসংখ্যান দফতর থেকে শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন ত্রৈমাসিকে কৃষি ক্ষেত্রে বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ২ শতাংশে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
নয়াদিল্লি: এপ্রিল-জুন ত্রৈমাসিকে দেশে বৃদ্ধির হার কমে হল ৬.৭ শতাংশ৷ সাম্প্রতিক অতীতে যা সর্বনিম্ন৷ একবছর আগেও একই সময়কালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ৷ মূলত কৃষি ক্ষেত্রে মন্দার ধাক্কাই সামগ্রিক বৃদ্ধির হারের উপরে পড়েছে বলে মনে করা হচ্ছে৷
২০২৩ সালের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে বৃদ্ধির হার কমে হয়েছিল ৬.২ শতাংশ৷ তার পর থেকে যা ঊর্ধ্বমুখীই ছিল৷ তবে বর্তমান পরিস্থিতিতেও বৃদ্ধির নিরিখে চিনের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে ভারত৷ এপ্রিল-জুন ত্রৈমাসিকে চিনের বৃদ্ধির হার ছিল ৪.৭ শতাংশ৷
advertisement
advertisement
জাতীয় পরিসংখ্যান দফতর থেকে শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন ত্রৈমাসিকে কৃষি ক্ষেত্রে বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ২ শতাংশে৷ গত বছর একই সময়ে যা ছিল ৩.৭ শতাংশ৷ তবে কৃষি ক্ষেত্রের ঘাটতি অনেকটাই মিটেছে উৎপাদন ক্ষেত্রে৷ গতবছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকের তুলনায় যা ৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭ শতাংশ৷
চলতি আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে উল্লেখযোগ্য বৃদ্ধির হার চোখে পড়েছে বিদ্যুৎ, গ্যাস, জল সরবরাহের মতো পরিষেবা ক্ষেত্রগুলিতে৷ তবে নির্মাণ শিল্পে বৃদ্ধির হার খানিক ধাক্কা খেয়েছে৷ হোটেল, পরিবহণের মতো পরিষেবা ক্ষেত্রগুলির বৃদ্ধির হারও প্রথম ত্রৈমাসিকে অনেকটাই পড়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
GDP: কৃষি ক্ষেত্রে ধাক্কা, ৭ শতাংশের নীচে নামল বৃদ্ধির হার! তবু চিনের আগে ভারত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement