India Pakistan 1971 War: লুকিয়ে ফেলা হয় আস্ত তাজ মহল! ১৯৭১-এর যুদ্ধের সময় পাক বায়ুসেনাকে কীভাবে বোকা বানিয়েছিল ভারত?

Last Updated:

শুধু তাজ মহল নয়, লালকেল্লা, কুতুব মিনার জয়সলমির ফোর্ট রক্ষা করতেও একই ধরনের পদক্ষেপ করা হয়৷

তাজ মহলকে রক্ষা করতে কোন কৌশল নিয়েছিল ভারত?
তাজ মহলকে রক্ষা করতে কোন কৌশল নিয়েছিল ভারত?
আগ্রা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে৷ যে কোনও মুহূর্তে ভারত পহেলগাঁও হামলার বদলা নিতে পাকিস্তানের উপরে প্রত্যাঘাত করতে পারে বলে মনে করা হচ্ছে৷ পাকিস্তানের নেতা মন্ত্রীরাও পাল্টা ভারতকে পরমাণু অস্ত্রের ব্যবহার সহ বিভিন্ন হুঁশিয়ারি দিচ্ছেন৷
তবে ভারত-পাকিস্তান সামরিক সংঘাত নতুন কিছু নয়৷ দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই অনেকের ১৯৭১ সালের ভারত- পাক যুদ্ধের কথা মনে পড়ছে৷ সেই যুদ্ধের সময় দেশের গুরুত্বপূর্ণ ভবন, সৌধ, প্রতিষ্ঠানগুলিকে পাকিস্তানের বায়ুসেনার নজর থেকে রক্ষা করতে একাধিক পদক্ষেপ করেছিল ভারত সরকার৷
advertisement
advertisement
যেমন ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধের সময় আগ্রার তাজ মহলকে রক্ষা করতে অভিনব পরিকল্পনা করেছিল ভারত৷ ভারত সরকারের আশঙ্কা ছিল, ভারতীয়দের মনোবল ভেঙে দিতে তাজ মহল ধ্বংসের চেষ্টা করতে পারে পাক বায়ুসেনা৷ তাই শত্রুপক্ষের নজর থেকে তাজ মহলকে বাঁচাতে বিশাল বিশাল সবুজ চাদর দিয়ে গোটা সৌধটিকে ঢেকে ফেলা হয়েছিল৷ যাতে উপর থেকে দেখলে আশপাশের সবুজ কৃষি জমি বা গাছগাছালির থেকে তাজ মহলকে আলাদা না করতে পারে পাক বায়ুসেনার যুদ্ধ বিমানগুলি৷ রাতেও তাজ মহল চত্বরের সমস্ত আলো নিভিয়ে রাখা হত৷
advertisement
শুধু তাজ মহল নয়, লালকেল্লা, কুতুব মিনার জয়সলমির ফোর্ট রক্ষা করতেও একই ধরনের পদক্ষেপ করা হয়৷ কোথাও কোথাও শত্রুপক্ষকে বিভ্রান্ত করতে এই সৌধগুলির নকল করে রাতারাতি একই ধরনের নির্মাণ করা হয়৷
সেই সময় এই সৌধগুলির আশেপাশে বসবাসকারী মানুষও ভারত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন৷ বিশেষ আগ্রার বাসিন্দারা তাজকে রক্ষা করতে সচেষ্ট হয়ে ওঠেন৷ কারণ তাঁরা বুঝতে পেরেছিলেন, তাজ মহল শুধু একটি সৌধ নয়, বরং গোটা বিশ্বের কাছে ভারতের পরিচিতি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India Pakistan 1971 War: লুকিয়ে ফেলা হয় আস্ত তাজ মহল! ১৯৭১-এর যুদ্ধের সময় পাক বায়ুসেনাকে কীভাবে বোকা বানিয়েছিল ভারত?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement