INDIA Alliance: ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’, শ্লোগানে ভর করে এবার পথে নামছে মমতা-সনিয়ারা
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
ইতিমধ্যেই কলেবরে বেড়েছে ইন্ডিয়া জোট৷ এখন জোটের রাজনৈতিক দলের সদস্য সংখ্যা ২৬ থেকে বেড়ে হয়েছে ২৮৷ আরও তিনটি দল এই জোটের শরিক হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে৷ তাদের মধ্যে একটি শিরোমণি অকালি দল৷ তাদের ধীরে ধীরে ইন্ডিয়ার অন্তর্ভুক্ত করা হবে বলে সূত্রের খবর৷
মুম্বই: মুম্বইয়ে বিজেপি বিরোধী জোট INDIA-র মেগা বৈঠকের শুক্রবার ছিল দ্বিতীয় দিন। এদিনের বৈঠকের সারাংশ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করল ইন্ডিয়া৷ সেখানে জানানো হয়েছে, আগামী লোকসভা নির্বাচনে যতটা সম্ভব একসাথে লড়াই করবে ইন্ডিয়া জোটের সদস্যেরা। যতটা সম্ভব একের বিরুদ্ধ এক প্রার্থী দিয়ে লড়াইয়ের চেষ্টা করা হবে। আসন সমঝোতার বিষয়ে প্রতিটি রাজ্যে জরুরি ভিত্তিতে দ্রুত আলোচনা শুরু হবে। ‘গিভ অ্যান্ড টেক’ নীতির উপরে ভিত্তি করেই এই সমঝোতা হবে জানানো হয়েছে ইন্ডিয়ার বিবৃতিতে।
পাশাপাশি, সাধারণ মানুষের সমস্যা এবং দুর্দশা নিয়ে একাধিক ইস্যুতে যত দ্রুত সম্ভব ময়দানে নামতে চলেছে ইন্ডিয়ার সদস্যেরা৷ শুক্রবার বৈঠকের পরে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে দেশজুড়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার বিষয়কে তুলে ধরে পথে বিভিন্ন মিটিং, মিছিল, সভার আয়োজন করা হবে ইন্ডিয়ার তরফে৷ সমস্ত প্রচার, মিটিং, মিছিলেই মূল শ্লোগান হবে ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’৷ ভিন্ন ভিন্ন ভাষায় উচ্চারিত হবে এই শ্লোগান৷
advertisement
“We, the INDIA parties, hereby resolve to contest the forthcoming Lok Sabha elections together as far as possible. Seat-sharing arrangements in different states will be initiated immediately and concluded at the earliest in a collaborative spirit of give-and-take,” reads the… pic.twitter.com/sfpmuqYVfC
— ANI (@ANI) September 1, 2023
advertisement
advertisement
এদিন বৈঠকে যোগ দেওয়ার আগে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘আমাদের লড়াই চলবে। এনডিএ বিরোধিতায় আমাদের লড়াই শক্তিশালী। বৈঠকে লড়াই নিয়েই কথা হবে।’’ এদিন বৈঠকে রাজনৈতিক নেতাদের ঠিক মাঝখানে প্রথমসারিতে দেখা গিয়েছে মমতাকে৷ তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন সনিয়া গান্ধি৷
advertisement
ইতিমধ্যেই কলেবরে বেড়েছে ইন্ডিয়া জোট৷ এখন জোটের রাজনৈতিক দলের সদস্য সংখ্যা ২৬ থেকে বেড়ে হয়েছে ২৮৷ আরও তিনটি দল এই জোটের শরিক হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে৷ তাদের মধ্যে একটি শিরোমণি অকালি দল৷ তাদের ধীরে ধীরে ইন্ডিয়ার অন্তর্ভুক্ত করা হবে বলে সূত্রের খবর৷
advertisement
এতগুলি দলের ময়দানে এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার, কর্মসূচি, মতামত ইত্যাদির মধ্যে সমন্বয় রাখার জন্য তৈরি হয়েছে একটি সমন্বয় কমিটি৷ পূর্ব পরিকল্পনা মতো এই কমিটিতে গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ প্রজন্মকে৷ কমিটিতে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাঘব চড্ডা, ওমর আবদুল্লারা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
Sep 01, 2023 3:32 PM IST









