One nation one vote: লোকসভা ভোট কি এগিয়ে আসছে? ‘এক দেশ এক ভোট’ নীতি নিয়ে আলোচনার মাঝেই তড়িঘড়ি কোবিন্দ সাক্ষাতে জে পি নাড্ডা

Last Updated:

এদিকে, সেই ‘বিশেষ’ অধিবেশনের ঠিক আগেই তৈরি করা হয়েছে এই কমিটি৷ যার জেরে একপ্রকার ঘৃতাহূতি পড়েছে ‘ভোট এগিয়ে’ নিয়ে আসার যাবতীয় জল্পনায়৷ আগামী নভেম্বর-ডিসেম্বরেই দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন৷ অন্যদিকে, ২০২৪-এর মে-জুন নাগাদ দেশের লোকসভা নির্বাচন হওয়ার কথা৷ তারপরেও, একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে৷ বিরোধীদের একাংশের বক্তব্য, এই ভাবে আসলে লোকসভা নির্বাচন এগিয়ে এনে বিধানসভা নির্বাচনের সঙ্গে করার ‘চেষ্টা’ করছে বিজেপি৷

নয়াদিল্লি: একইসঙ্গে দেশে লোকসভা এবং বিধানসভা নির্বাচন৷ যেমনটা ১৯৬৭ পর্যন্ত হতো৷ ১৯৬৭ পর্যন্ত বজায় থাকা সেই নিয়ম কি বর্তমান সময়ে প্রয়োগ করা সম্ভব? সেটা যাচাই করতেই একটি নতুন কমিটি তৈরি করেছে কেন্দ্রীয় সরকার৷ শুক্রবার সকালে যে কমিটির কথা সামনে এসেছে৷ জানা গিয়েছে, কমিটির প্রধান করা হয়েছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে৷ তাঁর সঙ্গে আরও দু’জন অবসরপ্রাপ্ত বিচারপতিও কমিটিতে রয়েছেন৷ বর্তমান সময়ে দাঁড়িয়ে দেশে ‘এক দেশ এক ভোট’ নীতি প্রয়োগ করা যায় কি না, সেই বিষয়টিই খতিয়ে দেখতে চলেছে এই নতুন কমিটি৷
এর মধ্যেই সামনে এসেছে আরেকটি ছবি৷ সূত্রের খবর, নতুন কমিটির প্রধানের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই রামনাথ কোবিন্দের বাড়িতে পুষ্পস্তবক নিয়ে শুক্রবার সকালে পৌঁছে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ যদিও দু’জনের মধ্যে কী কথা হয়েছে তা জানা যায়নি৷ কিন্তু, কোবিন্দের সঙ্গে নড্ডার এই তড়িঘড়ি দেখা করার পরে রাজনৈতিক মহলে জোর জল্পনা, ‘তবে লোকসভা নির্বাচন এগিয়ে আসতে চলেছে?’
advertisement
advertisement
আরও পড়ুন: ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে বিশেষ কমিটি গড়ল কেন্দ্র! নেতৃত্বে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
সম্প্রতি সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র৷ গত বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে পোস্ট করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী৷ তিনি জানিয়েছেন, আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে বিশেষ অধিবেশন বসতে চলেছে৷ পাঁচ দিনের এই অধিবেশনে বিশেষ আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি৷
advertisement
এদিকে, সেই ‘বিশেষ’ অধিবেশনের ঠিক আগেই তৈরি করা হয়েছে এই কমিটি৷ যার জেরে একপ্রকার ঘৃতাহূতি পড়েছে ‘ভোট এগিয়ে’ নিয়ে আসার যাবতীয় জল্পনায়৷ আগামী নভেম্বর-ডিসেম্বরেই দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন৷ অন্যদিকে, ২০২৪-এর মে-জুন নাগাদ দেশের লোকসভা নির্বাচন হওয়ার কথা৷ তারপরেও, একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে৷ বিরোধীদের একাংশের বক্তব্য, এই ভাবে আসলে লোকসভা নির্বাচন এগিয়ে এনে বিধানসভা নির্বাচনের সঙ্গে করার ‘চেষ্টা’ করছে বিজেপি৷
advertisement
আরও পড়ুন: মাসে মাসে ১ হাজার টাকা পাবেন রাজ্যের প্রত্যেক বয়স্ক নাগরিক, কী ভাবে আবেদন? নিয়মই বা কী, জেনে নিন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, একাধিক বার তাঁর বক্তব্যে ‘এক দেশ এক ভোট’-এর সপক্ষে সওয়াল করেছেন৷ তাছাড়া, ২০১৪ সালের বিজেপির নির্বাচনী ইস্তেহারে এই বিষয়টির উল্লেখ ছিল৷ ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর পরই ‘এক দেশ এক ভোট’নিয়ে সওয়াল করেছেন মোদি৷ ২০১৭ সালে ভারতের রাষ্ট্রপতি হওয়ার পরে কোবিন্দের কণ্ঠেও শোনা গিয়েছিল সেই একই কথা৷
advertisement
২০১৮ সালে সংসদে বক্তৃতা করাকালীন কোবিন্দ বলেছিলেন, ‘‘বারবার ধরে নির্বাচন হওয়া শুধু যে প্রশাসনিক ভাবে একটা বিশাল বোঝা চাপিয়ে দেয় তা নয়, এটা উন্নয়নের গতিকেও রুদ্ধ করে৷’’ মোদির মতো তিনিও এ নিয়ে সংসদে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে সামগ্রিক একটি আলোচনার পক্ষপাতী ছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
One nation one vote: লোকসভা ভোট কি এগিয়ে আসছে? ‘এক দেশ এক ভোট’ নীতি নিয়ে আলোচনার মাঝেই তড়িঘড়ি কোবিন্দ সাক্ষাতে জে পি নাড্ডা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement