চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কেন্দ্রীয় সরকারে ২০ হাজারেরও বেশি শূন্য পদে হবে কর্মী নিয়োগ

Last Updated:

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কেন্দ্রীয় সরকারে ২০ হাজারেরও বেশি শূন্য পদে হবে কর্মী নিয়োগ

 #নয়াদিল্লি: গোটা ভারতে প্রায় ২০ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ কর্মী করবে আয়কর দফতর ৷ সম্প্রতি ২০,৭৫০-এর বেশি শূন্যপদে সরকারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৷
বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব পদে কর্মী নিয়োগ করা হবে তা হল, ইনকাম ট্যাক্স অফিসার, AO ক্যাডর, PS ক্যাডর, TA/ স্টেনো গ্রেড ২/চালক , নোটিশ সার্ভার/ LDC/ চালক, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং গ্রুপ C ৷
বেতন হবে ২০,৬০০ - ৪৬,৫০০ টাকা ৷
advertisement
এই পদগুলিতে আবেদনের ন্যূনতম যোগ্যতা পদভেদে ভিন্ন ৷ তবে মাধ্যমিক পাশ থেকে উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমাধারী, স্নাতক যোগ্যতার চাকরিপ্রার্থীরা ওই শূন্যপদে আবেদন করতে পারেন ৷ আবেদনকারীকে হিন্দিতে প্রতি মিনিটে ১৫টি শব্দ, ইংরাজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং করতে জানতে হবে ৷
advertisement
তবে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে ৷ বয়সসীমা হতে হবে ১৮-৩৫ বছর ৷ তবে সংরক্ষিত কোটার নিয়ম অনুসারে বয়সের উর্ধ্বসীমায় ছাড় থাকবে ৷
লিখিত, মৌখিক পরীক্ষা ও সাক্ষাৎকার পর্বের পর মেডিক্যাল পরীক্ষায় পাশ করার পর ওই পদগুলিতে নিয়োগ করা হবে ৷
আয়কর দফতরের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে http://www.incometaxindia.gov.in অনলাইনে আবেদন করা যাবে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কেন্দ্রীয় সরকারে ২০ হাজারেরও বেশি শূন্য পদে হবে কর্মী নিয়োগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement