মর্মান্তিক! নাচতে-নাচতে মঞ্চে লুটিয়ে পড়লেন শিল্পী, হৃদরোগে মৃত্যু 'পার্বতী'-র
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সরগরম মঞ্চ, নৃত্য পরিবেশন করছিলেন শিল্পী! আচমকাই নাচতে নাচতে স্টেজে লুটিয়ে পড়লেন নীল শাড়ি পরে 'পার্বতী'। দর্শক ভেবেছিলেন, হয়তো নাচেরই অঙ্গ। যতক্ষণে ঘটনার অস্বাভাবিকতা স্পষ্ট হল, ততক্ষণে সব শেষ
Viralv#জম্মু ও কাশ্মীর: সরগরম মঞ্চ, নৃত্য পরিবেশন করছিলেন শিল্পী! আচমকাই নাচতে নাচতে স্টেজে লুটিয়ে পড়লেন নীল শাড়ি পরে 'পার্বতী'। দর্শক ভেবেছিলেন, হয়তো নাচেরই অঙ্গ। যতক্ষণে ঘটনার অস্বাভাবিকতা স্পষ্ট হল, ততক্ষণে সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যোগেশ গুপ্ত নামে ওই শিল্পীর।
বুধবার রাতে এহেন মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল জম্মু। জম্মুর বিষ্ণা এলাকায় গণেশ উৎসব চলছিল। সেখানেই পার্বতী সেজে নৃত্য পরিবেশন করছিলেন যোগেশ। নাচতে নাচতে হঠাৎ করে মঞ্চে বসে পড়েন, তার পর শুয়ে পড়েন। ব্যাকগ্রাউন্ডে গান চলছে, কিন্তু শিল্পী নড়ছেন না! উপস্থিত দর্শকেরা তখনও কিছু বুঝে উঠতে পারেননি কী হচ্ছে। খটকা লাগতে মঞ্চে প্রবেশ করেন নাটকের 'শিব'! পার্বতীর গায়ে হাত দিতেই চমকে ওঠেন! চেঁচিয়ে ওঠেন সাহায্য চেয়ে! নাচের মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যান পার্বতীরূপী যোগেশ এবং কিছু পড়ে মৃত্যু হয় তাঁর।
advertisement
advertisement
দেখুন সেই ভিডিও--
CORRECTION: He is a boy Yogesh Gupta who was performing the role goddess Parvati during a Jagran. https://t.co/v1JyhP0k7e
— Sudhir Chaudhary (@sudhirchaudhary) September 8, 2022
advertisement
পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, মৃত শিল্পী যোগেশ গুপ্ত জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। পৌরাণিক নারী-পুরুষ উভয় চরিত্রে অভিনয় শিল্পী হিসেবে পরিচিত ছিলেন । গণেশ উৎসব উপলক্ষে জম্মুর বিসনাহ এলাকায় একটি জলসায় পার্বতী সেজেছিলেন যোগেশ। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নাচতে নাচতে মঞ্চে আছড়ে পড়েন যোগেশ। দর্শক, সহশিল্পীরাও মনে করেছিলেন নাচের অংশ হিসেবেই মঞ্চে পড়ে গিয়েছিলেন তিনি, যা দেখে মুগ্ধ দর্শক হাততালিও দেয়। আদতে নাচের মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান তিনি। এরপর শিবরূপী এক শিল্পী মঞ্চে এসে যোগেশকে তুলে ধরার চেষ্ট করেন। বুঝতে পোআরেন অঘটন ঘটেছে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2022 5:51 PM IST