ডাক্তার হওয়ার লক্ষ্যে খুলতে হল অন্তর্বাস, জিনস

Last Updated:
#কান্নুর: ডাক্তার হতে হলে পাশ করতে হয় কঠিন পরীক্ষায় ৷ কিন্তু এমন কঠিন হবে তা বোধহয় স্বপ্নেও কেউ ভাবেননি ৷ পরীক্ষায় বসতে হলে খুলতে হবে অন্তর্বাস ৷ খুলে ফেলতে হবে পরনের জিনস ৷ মেডিক্যালের অভিন্ন প্রবেশিকা NEET দিতে এসে অদ্ভুত ‘হেনস্থা’ ৷ কেরলের কান্নুর জেলায় মেডিক্যালের অভিন্ন প্রবেশিকা পরীক্ষা দিতে এসে এমনই অদ্ভুত নির্দেশের মুখোমুখি হলেন পড়ুয়ারা ৷ পরীক্ষা কেন্দ্রে এর আগে ঘড়ি-মোবাইল ফোন-গয়নার উপর ব্যানের কথা শোনা গিয়েছে ৷ কিন্তু মহিলাদের অন্তর্বাস থেকে জিনস এমনকি লম্বা হাতার টপ পর্যন্ত নিষিদ্ধ করার নজির গড়ল কান্নুরের এক পরীক্ষাকেন্দ্র ৷
ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়ে সারাবছর দিন রাত এক করে NEET-এর জন্য তৈরি হয়েছিলেন স্বাথী নটরাজন ৷ কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যে পরিস্থিতির মুখোমুখি হন, তাই জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না নটরাজন ৷ সিকিউরিটি চেকিংয়ের সময় তাঁকে টপ খুলে দেখাতে হয় ৷ এমনকী তাতেও সন্তুষ্ট না হওয়ায় সিকিউরিটি অফিসার তাঁকে অন্তর্বাস খুলে বাইরে রেখে আসতে বলেন ৷ হতভম্ব স্বাথী কারণ জিজ্ঞেস করলে জানানো হয় ধাতব কোনও জিনস পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার অনুমতি নেই ৷ অন্তর্বাসের হুকটি ধাতব পদার্থ দিয়ে তৈরি ৷
advertisement
অনন্যা স্বামীনাথনের অভিজ্ঞতাও একইরকম ৷ অন্তর্বাস পরীক্ষাহলের বাইরে জমা রাখার পর তাঁকে জিনসের ধাতব বোতামে আপত্তি থাকায় পরনের জিনস খুলে ফেলার নির্দেশ দেওয়া হয় ৷ বোতাম ছিঁড়ে ফেললে নতুন করে জিনসের পকেট নিয়ে আপত্তি জানানোয় শেষ পর্যন্ত জিনস খুলেই অনন্যাকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বাধ্য করা হয় বলে অভিযোগ ৷ মেয়ের লজ্জা ঢাকতে অনন্যা স্বামীনাথনের বাবা প্রায় ৪ কিমি হেঁটে মেয়ের জন্য একটি লেগিংস কিনে আনেন ৷
advertisement
advertisement
অনন্যা, স্বাথী কোনও বিচ্ছিন্ন অভিজ্ঞতার অভিযোগ করেননি ৷ ওই পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে এসে এমন অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন প্রায় হাজারখানেক পড়ুয়া ৷ পরীক্ষাকেন্দ্রের গেটেই অন্তর্বাস খুলে সঙ্গে আসা অভিভাবকের কাছে জমা রাখতে মিলেছে তবে ভেতরে যাওয়ার অনুমতি ৷ পরীক্ষার্থীদের অভিযোগ, কাউকে তো আবার কাঁচি দিয়ে নিজের কুর্তি-টপের লম্বা হাতা কেটে পরীক্ষা দিতে বসতে হয় ৷
advertisement
পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, নকল রুখতেই এই ব্যবস্থা ৷ মেটাল ডিটেকটারে মেটাল জিনিস যা ধরা পড়ছে তা পরীক্ষা হলে নিষিদ্ধ ৷ কর্তৃপক্ষের নির্দেশিকা মেনেই তারা এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি ৷
যদিও পরীক্ষার্থীরা জানিয়েছে, অ্যাডমিট বা পরীক্ষাকেন্দ্রে কোথাও লিখিতভাবে অন্তর্বাস বা পরনের পোশাক নিষিদ্ধ করার কথা জানানো হয়নি ৷ পরীক্ষা দিতে এসে এই অদ্ভুত ফতোয়ায় ক্রুদ্ধ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা ৷ যদিও পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার ভয়ে কেউ কোনও প্রতিবাদ করেননি৷
advertisement
রবিবার সারা দেশই ছিল মেডিক্যালের অভিন্ন প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ NEET (ন্যাশনাল এলিজেবিলিটি কাম এনট্রান্স টেস্ট) পরীক্ষা । দেশের সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে অ্যাডমিশনের জন্য চলতি বছর থেকেই চালু হয়েছে এই পরীক্ষা ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ডাক্তার হওয়ার লক্ষ্যে খুলতে হল অন্তর্বাস, জিনস
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement