Viral News: গণধর্ষণে জামিন পেয়ে অভিযুক্তদের মিছিল কর্নাটকে! শিউরে উঠল সাধারণ মানুষ
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
আর এই ঘটনা সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় ছিছিক্কার পড়ে গিয়েছে। নেটিজেনদের মধ্যে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে নিন্দার ঝড়।
হাভেরি: ধর্ষণে অভিযুক্ত সাত ব্যক্তি আদালত থেকে জামিন পেয়ে বুক চিতিয়ে উৎসব করে ফিরছে। আর এই হাড়হিম করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই রীতিমত ভাইরাল হয়েছে। এই জঘন্য ঘটনাটি কর্নাটকের হাভেরি অঞ্চলের।
পুলিশ সূত্রের খবর, ২০২৪ সালে কর্নাটকের হাঙ্গাল গণধর্ষণ মামলায় জামিন পাওয়ার পর রীতিমত একাধিক গাড়ি,বাইক নিয়ে মিছিল করে অভিযুক্তদের আদালত থেকে ফিরতে দেখা যায়। আর এই ঘটনা সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় ছিছিক্কার পড়ে গিয়েছে। নেটিজেনদের মধ্যে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে নিন্দার ঝড়।
advertisement
advertisement
জানা গিয়েছে, নির্যাতিতা গণধর্ষণে অভিযুক্ত সাতজনকে শনাক্ত করতে না পারার দরুন হাভেরির দায়রা আদালত থেকে জামিন পেয়ে যায় প্রত্যেকেই। এরপরেই অভিযুক্ত আপতাব চান্দানকাট্টি, মাদার সাব মানডাকি, সামিউল্লাহ লালানাভার, মহম্মদ সাদিক, শোয়েব মুল্লা, তৌশিপ চোটি এবং রিয়াজ সাভিকেরিরা মিছিল বের করে।
DEPRAVED: Gang rape accused on a victory procession after securing bail. Haveri tense. Bike rally featured 7 accused A1- Aptab Chandanakatti, A2- Madar Saab Mandakki, A3- Samiwulla Lalanavar, A7- Mohammad Sadiq Agasimani, A8- Shoib Mulla, A11- Tausip Choti, A13- Riyaz Savikeri pic.twitter.com/KxJD0EMrv0
— Rahul Shivshankar (@RShivshankar) May 23, 2025
advertisement
এই ঘটনা পুলিশের সামনে আসতেই নড়েচড়ে বসে পুলিশও। পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, এই ঘটনা সামনে আসার পরেই আদালতকে গোটা বিষয়টি জানানো হবে। কারণ, জামিনের নিয়ম এই ধরনের মিছিল লঙ্ঘন করছে। ফলে অভিযুক্তদের ফের গ্রেফতারির আর্জি জানাতে পারে পুলিশ।
advertisement
প্রসঙ্গত, গত বছর ২৪ জানুয়ারি এক মহিলা ওই সাত অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ আনেন। এরপরেই ওই সাতজনকে গ্রেফতার করে পুলিশ।
এই প্রসঙ্গে হাভেরির পুলিশ সুপারিন্টেনডেন্ট জানান, “ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগকারিণীর বয়ান রেকর্ড করা হয়েছে। আমরা পরবর্তী পদক্ষেপ শীঘ্রই করব।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 23, 2025 3:15 PM IST