Andaman and Nicobar Islands: উড়তে পারবে না কোনও বিমান, আন্দামানের আকাশসীমায় দুদিনের জন্য জারি নিষেধাজ্ঞা! কেন জানেন?

Last Updated:

আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের আকাশসীমা সব ধরনের বিমান চলাচলের জন্যই বন্ধ থাকবে৷ বিমান চলাচল বন্ধ রাখতে নিয়ম মেনেই জারি করা হয়েছে NOTAM বা নোটিস টু এয়ার মেন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে পর পর দু দিন তিন ঘণ্টা করে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ জানা গিয়েছে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকার মধ্যেই ক্ষেপনাস্ত্র পরীক্ষার কারণে বিমান চলাচলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৭টা থেকে সকাল ১০টা এবং আগামিকাল শনিবারও ওই একই সময়ের মধ্যে তিন ঘণ্টার জন্য আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের আকাশসীমা সব ধরনের বিমান চলাচলের জন্যই বন্ধ থাকবে৷ বিমান চলাচল বন্ধ রাখতে নিয়ম মেনেই জারি করা হয়েছে NOTAM বা নোটিস টু এয়ার মেন৷
বিষয়টি সম্পর্কে ওয়াকিবহল এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, শুক্রবার সকালেই একবার সফল ভাবে ওই ক্ষেপনাস্ত্র পরীক্ষা সম্পন্ন হয়েছে৷ শনিবার সকালে আরও এক দফা পরীক্ষা করা হবে৷ ওই আধিকারিকের আরও দাবি, আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় এটি রুটিন পরীক্ষা৷ অতীতেও এই ধরনের পরীক্ষা করা হয়েছে৷
advertisement
advertisement
এই মুহূর্তে ভারত-পাক সীমান্তে উত্তেজনা প্রশমিত হয়েছে৷ কিন্তু গত কয়েকদিন আগেই দুই দেশের মধ্যে যে সামরিক সংঘাত শুরু হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এই পরীক্ষা তাৎপর্যপূর্ণ৷
চলতি বছরের জানুয়ারি মাসেই এই অঞ্চলে ভারতে তৈরি ব্রহ্মোস সুপারসনিক মিসাইলের পরীক্ষা করা হয়েছিল৷ পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতের সময় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে এই ব্রহ্মোস মিসাইল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ এ ছাড়াও ভারতীয় প্রয়ুক্তিতে তৈরি আকাশতির এয়ার ডিফেন্স সিস্টেমও পাকিস্তানের ড্রোন এবং মিসাইল হামলা প্রতিরোধে কার্যকরী ভূমিকা নেয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Andaman and Nicobar Islands: উড়তে পারবে না কোনও বিমান, আন্দামানের আকাশসীমায় দুদিনের জন্য জারি নিষেধাজ্ঞা! কেন জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement