#নয়া দিল্লি: দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে অ্যাপ ক্যাব। এতদিন বন্ধ থাকার পর সোমবার থেকে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে দেশের ১০০টি শহরে শুরু হল অ্যাপ ক্যাব সংস্থা ‘ওলা’–র পরিষেবা। কিন্তু সেই পরিষেবা চালু হলেও সবসময় সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের নিয়ম মানবে সংস্থা। নিয়ম মানতে হবে চালককে, মানতে হবে গাড়িতে যিনি উঠবেন তাঁকেও। একনজরে দেখে নিন, কী কী নিয়ম মানতে হবে এক্ষেত্রে।
• চালকদের জন্য •
১। সরকার নির্দেশিত রেড ও কন্টেইনমেন্ট জোনে ওলার গাড়ি যাবে না বা সেখান থেকে কোনও যাত্রী তোলা যাবে না।
২। পার্টনার অ্যাপের সাহায্যে প্রতি যাত্রার শুরুতে চালককে একটি সেলফি তুলে পাঠাতে হবে। যাতে তিনি মাস্ক পরেছেন কিনা সেটা স্পষ্ট বোঝা যায়।
৩। গাড়িতে থাকবে স্বাস্থ্যবিধির সরঞ্জাম। চালকদের দেওয়া হবে মাস্ক, স্যানিটাইজার, জীবাণুনাশক। শহরগুলির একাধিক ওয়াক–ইন সেন্টার থেকে এগুলি সংগ্রহ করা যাবে।
৪। নিয়মিত গাড়ি পরিষ্কার করতে হবে। হ্যান্ডেল, গাড়ির ভিতরের দিকে হ্যান্ডেল, সিট প্রতিটি রাইডের আগে পরিষ্কার করতে হবে।
৫। চালক বা যাত্রী, সকলেই সহজে রাইড ক্যানসেল করতে পারবেন। যদি দেখেন এঁদের দুজনের কেউ একজন মাস্ক পরে নেই, তাহলে অপরজন এই ক্যানসেলেশনের সুবিধা পাবেন।
• যাত্রীদের জন্য •
১। সমস্ত যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। যাত্রীদের প্রতিটি রাইডের শেষে ও শুরুতে নিজেকে স্যানিটাইজ করতে হবে।
২। এসি বন্ধ করা থাকবে। প্রতিটি রাইডের সময় জানলা খুলে রাখতে হবে যাতে গাড়িতে হাওয়া চলাচল করে।
৩। প্রতিটি গাড়িতে দু’জন করে যাত্রী ওঠার অনুমতি পাবেন। ওলার অনুরোধ, দু’জনেই যেন গাড়ির পিছনের সিটে জানলার ধারে বসেন।
৪। কোনও লাগেজ থাকলে, তা যাত্রীদেরই সামলাতে হবে। সেক্ষেত্রে গাড়িতে তোলা ও নামানোর কাজ তাঁদেরই করতে হবে।
৫। যাত্রীদের অনুরোধ তাঁরা যেন ক্যাশলেস পদ্ধতিতে লেনদেন করেন। তাতে সংক্রমণের প্রভাব অত্যন্ত কম থাকবে।
এই উদ্যোগের বিষয়ে ওলার মুখপাত্র ও জনসংযোগ আধিকারিক আনন্দ সুব্রহ্মণ্যম জানিয়েছেন, ‘‘কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ এই কঠিন সময়ে সড়ক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব কতটা সেটা বোঝার জন্য। আমরা সরকারি নির্দেশ মেনেই আমাদের চালক পার্টনার ও গ্রাহকদের জন্য আমাদের প্ল্যাটফর্ম চালু করে দিলাম। সমস্ত স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশ মেনেই এটি সাধারণ মানুষের সেবা করবে। এছাড়া চালকদের রুটি রুজিরও ব্যবস্থা করবে। আশা করি সমস্ত পক্ষের এই প্রচেষ্টায় যাত্রীরা নিরাপদে ও সুস্থ ভাবে সফর করতে পারবেন।’’
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বর্ধমান, কোচবিহার ও দুর্গাপুরে আপাতত ওলা ক্যাবের পরিষেবা চালু হচ্ছে।