মুম্বইয়ে চাকরির দাবিতে ব্যাহত ট্রেনচলাচল
Last Updated:
‘রেল রোকো’কর্মসূচীতে অচল হল বাণিজ্যনগরী। মঙ্গলবার সকাল ৭টা থেকে মুম্বইয়ের মাতুঙ্গা-দাদারস্টেশনের মাঝে লাইনের উপর বসে পড়ে রেল অবরোধ কর্মসূচীতে সামিল হন কয়েকশ চাকরীপ্রার্থী।
#মুম্বই: ‘রেল রোকো’কর্মসূচীতে অচল হল বাণিজ্যনগরী। মঙ্গলবার সকাল ৭টা থেকে মুম্বইয়ের মাতুঙ্গা-দাদারস্টেশনের মাঝে লাইনের উপর বসে পড়ে রেল অবরোধ কর্মসূচীতে সামিল হন কয়েকশ চাকরীপ্রার্থী।
আন্দোলনকারীদের অভিযোগ, গত চার বছরে কোনও নিযোগ হয়নি রেলে। এরই মধ্যে দশজন ছাত্র অবসাদে আত্মঘাতী হয়েছেন। তাতেও টনক নড়েনি রেলকর্তাদের। এই ব্যবস্থা বেশিদিন চলতে দেওয়া যায় না।
মধ্য রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক সুনীল উদাসী জানান, মুম্বই পুলিশ, জিআরপি এবং আরপিএম আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব অবরোধ উঠিয়ে রেল চলাচল স্বাভাবিক করাই এখন প্রধান লক্ষ্য বলে জানান তিনি।
advertisement
advertisement
তবে রেলমন্ত্রী পিযূষ গয়াল এসে তাঁদের সঙ্গে দেখা না করা পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না বলেও এ দিন স্পষ্ট জানিয়ে দেন চাকরীপ্রার্থীরা।
MNS leader Sandeep Deshpande has joined the students’ protest between Matunga and Dadar. Follow #LIVE updates here: https://t.co/WEBaDk1SRD pic.twitter.com/zNXdhDAFti
— Mumbai Mirror (@MumbaiMirror) March 20, 2018
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 20, 2018 10:11 AM IST