'যে দরজার বাইরে চৌকিদার থাকেন সেই দরজা গরিবদের জন্য বন্ধই থাকে', মোদিকে আক্রমণ সিধুর

Last Updated:
#নয়াদিল্লি: ২০১৪ সালে এসেছিলেন মা গঙ্গার পুত্র হয়ে আর ২০১৯ এ হয়ে গিয়েছেন রাফালের দালাল- নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদিকে নজিরবিহীন আক্রমণ করলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু।
নির্দিষ্ট ওই প্রচার সভার ভিডিও ট্যুইটারে পোস্ট করে সিধু লিখেছেন ২০১৪ থেকে ২০১৯-পাঁচ বছরের ব্যবধানে মা গঙ্গার পুত্র থেকে রাফালের দালাল হয়ে গিয়েছেন নরেন্দ্র মোদি ।
advertisement
advertisement
তিনি যোগ করেছেন 'মোদিজি কথায় বলে পেন কিনলেও মনে করে তার রসিদ নিতে হয় কিন্তু মোদিজির কাছে রাফাল চুক্তি সংক্রান্ত তথ্য জানতে চাইলে তিনি হতভম্ব হয়ে যান ।
একইসঙ্গে মোদির চৌকিদার আখ্যাকেও কটাক্ষ করতে ছাড়েননি সিধু । যে দরজার বাইরে চৌকিদার দাঁড়িয়ে থাকেন সেই দরজা গরিবদের জন্য প্রায়শই বন্ধ থাকে, মন্তব্য করেছেন সিধু ।
বাংলা খবর/ খবর/দেশ/
'যে দরজার বাইরে চৌকিদার থাকেন সেই দরজা গরিবদের জন্য বন্ধই থাকে', মোদিকে আক্রমণ সিধুর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement