Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! দুদিনে আরও শক্তিশালী হবে, বেশ কিছু রাজ্যে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Update: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা উপকূলে এই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে। আগামী দু'দিনে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাব রয়েছে ওড়িশা সংলগ্ন এলাকায়।
অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত। সেই সঙ্গে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, তামিলনাড়ু পুদুচেরি, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ উপকূল, রাজস্থান, গুজরাত, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরল, গোয়া, সিকিম, উত্তরবঙ্গ উত্তরাখণ্ড এবং বিদর্ভে ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। একই ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে বিহার, ঝাড়খণ্ডে। গুজরাত, কর্ণাটক, উত্তরাখন্ড বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।
advertisement
অন্ধ্রপ্রদেশ, আসাম, মেঘালয়, বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সম্ভাবনা থাকবে মধ্যপ্রদেশ, ওড়িশা, তামিলনাডু, পুদুচেরি, করাইকাল, উত্তরাখণ্ড, সিকিম এবং উত্তরবঙ্গে। সেই সঙ্গে স্ট্রং সারফেস উইন্ড থাকবে গোয়া এবং ওড়িশায়।
advertisement
গুজরাত ও মহারাষ্ট্র উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব আরবসাগরে সমুদ্রে ঝড়ের গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। ওড়িশা, বাংলা এবং শ্রীলংকা উপকূল উত্তাল হতে পারে। গুজরাত, কোঙ্কন, গোয়া, কেরল, লক্ষদ্বীপ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। পূর্ব মুগ্ধ আরব সাগরে সমুদ্রে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা উপকূলে এই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে। আগামী দু’দিনে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাব রয়েছে ওড়িশা সংলগ্ন এলাকায়। নিম্নচাপ আপাতত দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে, ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 28, 2025 12:08 AM IST