Durga Puja 2025 : প্রত্যন্ত মিনাখাঁয় রাজকীয় পরিবেশ! ৭০ ফুট উঁচু মণ্ডপ, প্রতিমার সঙ্গে চোখ জুড়ানো অভিজ্ঞতা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Durga Puja 2025 : মিনাখাঁয় দুর্গোৎসবে রাজস্থানের ছোঁয়া। রাজবাড়ি ও মন্দিরের সংমিশ্রণে চমক। প্রায় ৭০ ফুট উঁচু মণ্ডপ, এলাকায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
মিনাখাঁ, জুলফিকার মোল্যা: মিনাখাঁয় দুর্গোৎসবে রাজস্থানের ছোঁয়া। রাজবাড়ি ও মন্দিরের সংমিশ্রণে চমক। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার প্রত্যন্ত এলাকা মিনাখাঁর দুর্গোৎসবে এ বছর নজর কাড়ছে রাজবাড়ি ও মন্দিরের অনন্য সংমিশ্রণ।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ব্রাহ্মণচক নেতাজী সংঘের পূজোয় মণ্ডপসজ্জা করা হয়েছে রাজস্থানের এক রাজবাড়ি ও মন্দিরের আদলে। শিল্পীদের নিপুণ হাতের কারুকাজে গড়ে উঠেছে প্রায় ৭০ ফুট উঁচু মণ্ডপ, যা ইতিমধ্যেই এলাকায় বিরাট আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
আরও পড়ুন : থিমে টেক্কা দেওয়ার যুগে ব্যতিক্রম এই পুজো! এখনও মিলেমিশে এখানে হয় উৎসব! ২০ গ্রামের একটাই পুজো, দেখে আসুন
advertisement
advertisement
মণ্ডপের বাইরের সৌন্দর্যের পাশাপাশি প্রতিমায় ফুটে উঠেছে শিল্পীর রঙিন ছোঁয়া। কাশফুলের আবহে আগমনী সুরে দেবী দুর্গার আবির্ভাব যেন জীবন্ত হয়ে উঠেছে। রাজকীয় শৈলী আর আধ্যাত্মিকতার মেলবন্ধন ভরিয়ে তুলেছে পুরো পরিবেশ। গ্রাম বাংলার একেবারে প্রত্যন্ত সুন্দরবন এলাকার এই পূজোকে ঘিরে বছরের পর বছর ধরে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
পুজো উদ্যোক্তা মৃত্যুঞ্জয় মণ্ডল জানান, আমাদের লক্ষ্য ছিল এমন এক থিম তৈরি করা যাতে গ্রাম্য মানুষও রাজকীয় পরিবেশের স্বাদ পান। দর্শনার্থীরা এলে শুধু প্রতিমাই নয়, মণ্ডপের প্রতিটি কারুকার্য দেখে বিস্মিত হবেন।” এবারের পূজো তাই শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, শিল্প ও সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন হয়ে উঠছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
September 30, 2025 12:53 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : প্রত্যন্ত মিনাখাঁয় রাজকীয় পরিবেশ! ৭০ ফুট উঁচু মণ্ডপ, প্রতিমার সঙ্গে চোখ জুড়ানো অভিজ্ঞতা