আজ বৃষ্টি হবে? আর এসব ভাবতে হবে না! কৃত্রিম মেঘ আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের

Last Updated:

Rain: যুগান্তকারী আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের। যেখানে, যখন চাইবেন বৃষ্টি নামবে।

নয়াদিল্লি: খরার পরিস্থিতি নিয়ে আর কৃষকদের চিন্তা করতে হবে না। খুব গরম পড়েছে। কবে বৃষ্টি হবে, তার জন্যও আর ভাবতে হবে না।  কারণ এবার আইআইটি কানপুর কৃত্রিম মেঘ আবিষ্কার করে ফেলেছে।
কৃষক হোক বা সাধারণ মানুষ, সবাই কৃত্রিম বৃষ্টির সুফল পাবেন। বুন্দেলখন্ড এবং লখনউ-এর খরা-প্রবণ এলাকায় দূষণ কমাতেও IIT কানপুর সাহায্য করবে। গত বুধবার আইআইটিতে এই কৃত্রিম মেঘের প্রথম পরীক্ষা হয়।
গত সোমবার ডিজিসিএ-র অনুমতির পর পাঁচ হাজার ফিট উপরে কৃত্রিম বৃষ্টির পরীক্ষা চালায় আইআইটি। এতে আইআইটি তার নিজস্ব প্লেনের মাধ্যমে ক্লাউড সিডিং পরীক্ষা করেছে।
advertisement
advertisement
আরও পড়ুন- এ দেশেই আছে আমেরিকান মার্কেট! সস্তায় পাওয়া যায় কোন জিনিস? দেশি-বিদেশীদের ভিড়
বিমানটি প্রায় ১৫ মিনিট ধরে ইনস্টিটিউটের উপর প্রদক্ষিণ করে। তবে সেখানে গত বুধবারও প্রাকৃতিক বৃষ্টি হওয়ায় এই বৃষ্টিতে পুরোপুরি সন্তুষ্ট নন বিশেষজ্ঞরাও।
২০১৭ সাল থেকে আইআইটি কানপুরে ক্লাউড সিডিং প্রকল্প চলছে। এর পর ২০১৯ সালে করোনার কারণে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। আমেরিকা থেকে অনেক অ্যাটাচমেন্ট অর্ডার করতে হয়েছিল, যা করোনায় আসতে পারেনি।
advertisement
কোভিডের পরে ইনস্টিটিউট আবার কাজ শুরু করে। সাফল্যের খুব কাছাকাছি পৌঁছেছিল তারা। বিমানে লাগানো যন্ত্রের সাহায্যে সিলভার আয়োডাইড, শুষ্ক বরফ, সাধারণ লবণ মিশ্রিত রাসায়নিকগুলির মাধ্যমে ক্লাউড সিডিং করা হয়।
আরও পড়ুন- কোন দেশে সরকারি ছুটি সবথেকে বেশি, ভারতের স্থান কত নম্বরে, রইল প্রথম ১০-এর তালিকা
বিমানের ডানায় একটি ডিভাইস বসানো ছিল। তা দিয়ে আশেপাশের এলাকায় রাসায়নিক স্প্রে করা হয়েছে। কিন্তু বিজ্ঞানীরা এখনও বৃষ্টি নিয়ে সন্তুষ্ট নন। কারণ মেঘের ভিতর ক্লাউড সিডিং করা হয়নি। কিন্তু পরীক্ষা সফল হয়েছে।
advertisement
এখন কানপুরের ইনস্টিটিউট ক্লাউড সিডিংয়ের জন্য প্রস্তুত। গত কয়েক বছর ধরে এই প্রচেষ্টা চলছে। প্রথমবার সেটি অনেকটাই সফল হয়েছে। চলতি সপ্তাহে যে ক্লাউড সিডিং পরীক্ষা করা হয়েছে তাতে বিজ্ঞানীরা বেশ সন্তুষ্ট।
আইআইটি কানপুরের এই আবিষ্কার ভারতে প্রথম। এই আবিষ্কার আগে চীনে করা হলেও এখন আইআইটি কানপুর এই কৃতিত্ব অর্জন করেছে। এ নিয়ে প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা খুবই খুশি।
advertisement
দিল্লি ও কেন্দ্রীয় সরকারের উদ্বেগ দিন দিন বেড়েই চলেছে। কারণ বহ জায়গায় খরার কারণে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে ক্রমশ বেড়ে চলা দূষণ মানুষের জীবনের শত্রু হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে সরকারের উদ্বেগ দূর করতে এগিয়ে এল আইআইটি কানপুর।
ইনস্টিটিউটের অধ্যাপক মণীন্দ্র আগরওয়াল প্রায় ৫ বছর আগে এই নিয়ে আলোচনা করেছিলেন। তিনি ও তাঁর দল এই কাজ শুরু করে এখন সফল। মনে করা হচ্ছে, দিল্লি ও সংলগ্ন এলাকায় যে বায়ুদূষণ হয় তাও কিছুটা ঠেকানো যাবে এই ক্লাউড সিডিং-এর মাধ্যমে। পরিস্থিতি বুঝে কৃত্রিম বৃষ্টি নামানো হবে। দূষণ রুখতে যা কিছুটা হলেও সহায়তা করবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আজ বৃষ্টি হবে? আর এসব ভাবতে হবে না! কৃত্রিম মেঘ আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement