Palika Bazar market: এ দেশেই আছে আমেরিকান মার্কেট! সস্তায় পাওয়া যায় কোন জিনিস? দেশি-বিদেশী ভিড় জমাচ্ছেন সকলে

Last Updated:

এছাড়াও রয়েছে পালিকা বাজার। দিল্লির বিখ্যাত এই বাজারের নাম কমবেশি সকলেই জানেন। এখানে শিশু থেকে বয়স্ক সকলের জন্যই অভিনব ধরনের পোশাক পাওয়া যায়।

এ দেশেই আছে আমেরিকান মার্কেট! সস্তায় পাওয়া যায় কোন জিনিস? দেশি-বিদেশী ভিড় জমাচ্ছেন সকলে
এ দেশেই আছে আমেরিকান মার্কেট! সস্তায় পাওয়া যায় কোন জিনিস? দেশি-বিদেশী ভিড় জমাচ্ছেন সকলে
শপিং বা কেনাকাটার স্বর্গ বলে মনে করা হয় দেশের রাজধানী দিল্লিকে। এখানে রয়েছে নানা মার্কেট। তার মধ্যে অন্যতম সরোজিনী নগর মার্কেট, জনপথ মার্কেট, লাজপত নগর মার্কেট ইত্যাদি। এছাড়াও রয়েছে পালিকা বাজার। দিল্লির বিখ্যাত এই বাজারের নাম কমবেশি সকলেই জানেন। এখানে শিশু থেকে বয়স্ক সকলের জন্যই অভিনব ধরনের পোশাক পাওয়া যায়। তা-ও খুব সস্তায়! কিন্তু দিল্লির আমেরিকান মার্কেটের নাম কি শোনা আছে? আজ এই মার্কেটের গল্পই বলা যাক।
আসলে অনেকেই হয়তো জানেন না যে, পালিকা বাজারে একটি আন্ডারগ্রাউন্ড মার্কেট রয়েছে। যা সম্পূর্ণ রূপে শীতাতপ নিয়ন্ত্রিত। এলাকার মানুষ এই বাজারটিকে ‘আমেরিকান মার্কেট’ নামে ডাকে। আসলে এই মার্কেট থেকে বিদেশিদেরই বেশি কেনাকাটা করতে দেখা যায়। এখানে জিন্স থেকে শাড়ি, জুতো, গয়না সব কিছুই পাওয়া যাবে। তবে একটা বিষয় রয়েছে। এই মার্কেটের দোকানদাররা নতুন গ্রাহক দেখলেই জিনিসের মূল্য দ্বিগুণ বাড়িয়ে বলেন। তাই এখানে দর কষাকষি করতেই হবে। অর্থাৎ কোনও জিনিসের দাম দোকানদাররা ৫০০ টাকা বললে তা ২০০ টাকা বলতে হবে।
advertisement
advertisement
শীতের জামাকাপড় কেনাকাটার জন্য সেরা:
এই মার্কেটে শীতের দারুন সব জামাকাপড় পাওয়া যায়। জ্যাকেট থেকে সোয়েটার – স্টাইলিশ ট্রেন্ডি জামাকাপড়ের দুর্দান্ত কালেকশনের দেখা মিলবে। যাঁরা শীতের দিনে স্টাইলিশ লুক পছন্দ করেন, তাঁরা অনেক সময় বুট বেছে নেন। দারুন স্টাইলিশ বুটও এখানে বেশ সস্তায় পেয়ে যাবেন গ্রাহকরা। এক এক ধরনের ডিজাইনের বুটের দাম ভিন্ন ভিন্ন হয়।
advertisement
পালিকা বাজার পৌঁছানোর উপায়:
দিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেস এবং জনপথের কাছে রয়েছে পালিকা বাজার। এখানে পৌঁছানোর জন্য রাজীব চক পর্যন্ত মেট্রোয় করে যেতে হবে। পালিকা বাজারে প্রবেশের জন্য ওই স্টেশনে নেমে ৬ নম্বর গেট দিয়ে বেরোতে হবে। তবে এই বাজারটি রবিবার এবং সোমবার বন্ধ থাকে। সেটা মাথায় রেখেই এখানে যেতে হবে। আর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে পালিকা বাজার।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Palika Bazar market: এ দেশেই আছে আমেরিকান মার্কেট! সস্তায় পাওয়া যায় কোন জিনিস? দেশি-বিদেশী ভিড় জমাচ্ছেন সকলে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement