Chandigarh IAS Officer: দক্ষ হাতে সিপিআর, অপরিচিত ব্যক্তিকে নতুন জীবন দিলেন আইএএস আফিসার, কুর্নিশ নেটমাধ্যমের
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Chandigarh IAS Officer saves life: প্রায় ১ মিনিট ধরে সিপিআর করে তিনি তাঁকে ধীরে ধীরে সুস্থ করে তোলেন। এর পর তাঁর সংজ্ঞা ফিরে আসে।
চণ্ডীগড় : অপরিচিত ব্যক্তিকে নতুন জীবন দিলেন চণ্ডীগড়ের স্বাস্থ্যসচিব যশপাল গর্গ। তিনি প্রায় ১ মিনিট ধরে সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিয়েশন করেন। তাঁর কৃতিত্বকে সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ার পার্সন স্বাতী মালিওয়াল।
স্বাতী লেখেন, "এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হলে চণ্ডীগড়ের হেল্থ সেক্রেটারি আইএস অফিসার যশপাল গর্গ সিপিআর-এর মাধ্যমে সঙ্গে সঙ্গে তাঁর শুশ্রূষা শুরু করে দেন। তাঁর কাজ প্রশংসনীয়।" তাঁর আরও সংযোজন, "হৃদরোগের পরও প্রাণ বাঁচানো সম্ভব। সকলের সিপিআর শিখে রাখা উচিত। "
আরও পড়ুন : কয়েক টুকরোতে খণ্ডিত বিমান তিনটি পণ্যবাহী গাড়িতে পাড়ি দিল কলকাতা থেকে ভুবনেশ্বর
বুধবার এক বিশেষ কাজে চণ্ডীগড় সেক্টর ৪১-এর বাসিন্দা জনকলাল গিয়েছিলেন চণ্ডীগড় হাউসিং বোর্ডের অফিসে। সেখানেই তিনি আচমকা লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁর কাছে ছুটে যান গর্গ। প্রায় ১ মিনিট ধরে সিপিআর করে তিনি তাঁকে ধীরে ধীরে সুস্থ করে তোলেন। এর পর তাঁর সংজ্ঞা ফিরে আসে।
advertisement
advertisement
एक आदमी को हार्ट अटैक आया तो चंडीगढ़ के हेल्थ सेक्रेटरी IAS @Garg_Yashpal जी ने तुरंत CPR देकर उस आदमी की जान बचाई। उनके इस काम की जितनी सराहना की जाए उतनी कम है। हार्ट अटैक से जानें बचाई जा सकती हैं। हर इंसान को CPR सीखना चाहिए। pic.twitter.com/C7dWVsAoOI
— Swati Maliwal (@SwatiJaiHind) January 18, 2023
advertisement
আরও পড়ুন : ফ্যাশন ডিজাইনিং ছেড়ে পাইস হোটেলে, অফিসপাড়ার ফুটপাতের সপ্রতিভ নন্দিনী এখন ভাইরাল
সংবাদমাধ্যমে গর্গ বলেন, "আমি আমার চেম্বারে ছিলাম। তখন এক আধিকারিক ছুটতে ছুটতে এসে জানান একজন এই অফিসে সংজ্ঞাহীন হয়ে পড়েছেন। আমি সেখানে ছুটে যাই এবং সিপিআর দিতে শুরু করি। " তাঁর করা প্রাথমিক শুশ্রূষার পর অসুস্থ জনকলালকে ভর্তি করা হয় চণ্ডীগড়ের সেক্টর ১৬-র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। তাঁকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2023 11:27 PM IST