আমি দেশ ছেড়ে পালায়নি : বিজয় মালিয়ার ট্যুইট

Last Updated:

বিজয় মালিয়া কোথায় ? তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কোটি কোটি টাকা আত্মসাৎ করে নাকি দেশ ছেড়ে পালিয়েছেন ৷ গা ঢাকা দিয়েছেন বিদেশে ৷ শোনা যাচ্ছিল কিছু দিন আগেও, তাঁকে দেখা গিয়েছিল লন্ডনে ৷

#নয়াদিল্লি: বিজয় মালিয়া কোথায় ? তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কোটি কোটি টাকা আত্মসাৎ করে নাকি দেশ ছেড়ে পালিয়েছেন ৷ গা ঢাকা দিয়েছেন বিদেশে ৷ শোনা যাচ্ছিল কিছু দিন আগেও, তাঁকে দেখা গিয়েছিল লন্ডনে ৷ বিয়ার ব্যারন বিজয় মালিয়াকে নিয়ে গোটা দেশ তোলপাড় ৷ সংসদ সরগরম ৷ বিরোধীরা দায় চাপাচ্ছে মোদি সরকারের উপর ৷ এমনকী, মালিয়ার পিছনে রাজনৈতিক কোনও শক্ত খুঁটি থাকার সম্ভাবনাও দেখছেন অনেকেই ৷ সব জল্পনা, সব কল্পনাকে ফুঁ দিয়ে উড়িয়ে বিজয় মালিয়া নিজেই করলেন ট্যুইট ৷ শুক্রবার ট্যুইট করে বিজয় মালিয়া বলেন, ‘দেশ ছেড়ে পালাব কেন? আমি আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ৷ মাঝে মধ্যেই আমাকে দেশের বাইরে যেতে হয় ৷ আবার দেশে ফিরতেও হয় ৷ আমি দেশে ছেড়ে পালায়নি৷’ মালিয়া ট্যুইটে আরও লেখেন, ‘একজন সাংসদ হিসেবে দেশের আইনব্যবস্থা ও বিচার ব্যবস্থাকে সম্মান করি ৷ ’ সঙ্গে দেশ ছেড়ে পালানোর ব্যাপারে মালিয়া সংবাদ মাধ্যমকেও আক্রমণ করতে ছাড়েনি ৷ সংবাদ মাধ্যমকে কটাক্ষ করে মালিয়া ট্যুইটে লেখেন, ‘বেশ কিছু বছর ধরে, এই সংবাদমাধ্যমগুলিকেই আমি নানা রকম ভাবে সাহায্য করে এসেছি ৷ আর টিআরপি-র জন্য সবকিছু ভুলে গিয়েছে এরা?’
বাংলা খবর/ খবর/দেশ/
আমি দেশ ছেড়ে পালায়নি : বিজয় মালিয়ার ট্যুইট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement