Hydrogen train in India: চলতি বছরেই ভারতের মাটিতে দৌড়বে হাইড্রোজেন ট্রেন
- Published by:Siddhartha Sarkar
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
দূষণ রোধী ও জ্বালানী সাশ্রয়ী এই ট্রেন নিয়ে আশাবাদী ভারতীয় রেল।
আবীর ঘোষাল, কলকাতা: এশিয়া মহাদেশে চিনের পরে। বিশ্বে চিন ও জার্মানির পরে হাইড্রোজেন ট্রেন চালাতে তৎপর ভারতীয় রেল। চলতি বছরের শেষেই এই ট্রেন দৌড়বে বলে আশাবাদী ভারতীয় রেল। এই বিষয়ে সমস্ত কাজ যে দ্রুত এগোচ্ছে তা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ সূত্রের খবর, বাজেটে এই বিষয়ে বরাদ্দ হয়েছে। রেলমন্ত্রী জানিয়েছেন, এই ট্রেন কালকা-সিমলা রুটে প্রথম চালানো হতে পারে।
হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা আগেই শুরু করেছে চিন। চিনের 'সিআরআরসি কর্পোরেশন লিমিটেড' সম্প্রতি 'হাইড্রোজেন আরবান ট্রেন' চালু করেছে। যা এশিয়ার প্রথম এবং বিশ্বের দ্বিতীয় এই ধরনের ট্রেন। তারও কয়েক মাস আগেই জার্মানিতে প্রথম হাইড্রোজেন চালিত 'সবুজ ট্রেন' চালু করা হয়েছিল।
advertisement
advertisement
রেল মন্ত্রকের পক্ষ থেকে আগেই আভাস পাওয়া গিয়েছিল যে, ২০২৩ সালে হাইড্রোজেন ট্রেনের চাকা গড়াবে। এই ট্রেন কেমন, এর গতি কত কিংবা এটিতে কতগুলি বগি রয়েছে, তা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। চলতি বছরে কালকা-সিমলা রুটে প্রথম এই ট্রেন চলবে। এর আগে শোনপথের ট্রায়াল রান হতে পারে।
advertisement
হাইড্রোজেন ট্রেন অন্যান্য ট্রেনের মতো বড় হবে না। বগির সংখ্যা হবে বড় জোর ছয় থেকে আটটি। ঘণ্টায় এই ট্রেন দৌড়বে সর্বাধিক ১৪০ কিলোমিটার বেগে। এক্ষেত্রে খরচ বাঁচবে আবার পরিবেশ দূষণ রোধ হবে। সমুদ্রের জল থেকে সহজেই তৈরি করা যাবে হাইড্রোজেন, যার জোগান অফুরন্ত। যেখান থেকে কোন দূষিত গ্যাস নয়, শুধু মাত্র বের হয় জল আর বাষ্প। হাইড্রোজেন ট্রেনের ট্যাঙ্ক যদি সম্পূর্ণ ভর্তি থাকে, তাহলে তা ১,০০০ কিলোমিটার পর্যন্ত যাত্রা করতে পারে।
advertisement
শুধুমাত্র ট্রেন তৈরি নয়, ট্র্যাক ম্যানেজমেন্ট সিস্টেম নিয়েও ভারত কাজ করছে। যাতে সেমি হাইস্পিড ট্রেনগুলি সহজেই চলতে পারে। জার্মানিতে প্রায় ১৪টি হাইড্রোজেন ট্রেন রয়েছে। যার কারণে প্রতি বছর দেশটির প্রায় ১৬ লক্ষ লিটার ডিজেল বেঁচে যায় বলে জানা গিয়েছে। জার্মানির হাইড্রোজেন ট্রেনগুলির গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 02, 2023 8:59 AM IST

