‘রাহুল গান্ধি চাইছেন ‘অ্যাটেনশন চুরি’, নিজের আগের ভুল থেকে উনি শিক্ষা নেননি...’, কটাক্ষ বিজেপির প্রহ্লাদ জোশীর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
BJP's Pralhad Joshi hits out at Rahul Gandhi: গেরুয়া শিবিরের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী সাফ জানালেন, ‘‘আবার একবার ‘অ্যাটেনশন চুরি’-র কাজ শুরু করেছেন রাহুল গান্ধি ৷ উনি নিজের আগের ভুল থেকে শিক্ষা নেননি ৷’’
নয়াদিল্লি: দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ এনে রাহুল গান্ধি বলেছিলেন, এটা ‘অ্যাটম বোমা’। তবে আরও ভয়ঙ্কর তথ্য তিনি পরে আনবেন, যা ‘হাইড্রোজেন বোমার সমতুল্য’। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবার একবার বিস্ফোরক অভিযোগ এনে রাহুল বলেন, নির্বাচন কমিশনের মদতে কিছু লোক, সংস্থা ও কল সেন্টার সংগঠিতভাবে কেন্দ্রে কেন্দ্রে বেছে বেছে কংগ্রেস, দলিত, আদিবাসী ভোটারদের নাম বাদ দিচ্ছে। তবে রাহুলের এই অভিযোগের বিরুদ্ধে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও ৷ গেরুয়া শিবিরের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী সাফ জানালেন, ‘‘আবার একবার ‘অ্যাটেনশন চুরি’-র কাজ শুরু করেছেন রাহুল গান্ধি ৷ উনি নিজের আগের ভুল থেকে শিক্ষা নেননি ৷’’
প্রতিশ্রুতি দিয়েছিলেন হাইড্রোজেন বোমা ফাটাবেন। সেই প্রতিশ্রুতিরক্ষা না-করলেও দেশের বিভিন্ন জায়গায় ‘ভোট চুরির প্রমাণ’ তুলে ধরলেন রাহুল গান্ধি। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় ভাবে সফ্টঅয়্যার ব্যবহার করে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। ‘ভোট চুরি’র চেষ্টা কী ভাবে ধরা পড়েছে, তা-ও জানিয়েছেন রাহুল। অন্য দিকে, রাহুলের অভিযোগকে ‘ভুল এবং ভিত্তিহীন’ বলে খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। তাদের বক্তব্য, অনলাইনে কেউ কোনও ভোটারের নাম বাদ দিতে পারেন না। কারও নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা হয় বলেও জানায় কমিশন। বিজেপির পক্ষ থেকেও রাহুলের ‘হাইড্রোজেন বোমা’ নিয়ে কটাক্ষের সুর শোনা গেল ৷
advertisement
advertisement
#BreakingNews | Yet again Attention chori, Rahul Gandhi chooses to not learn from earlier mistakes: BJP’s Pralhad Joshi hits out at Rahul Gandhi@payalmehta100 shares more details#RahulGandhi #VoteChori | @JamwalNews18 pic.twitter.com/u0FG9hKX5I
— News18 (@CNNnews18) September 18, 2025
advertisement
কিছু নম্বরও দাখিল করে রাহুল বলেছেন, এসব নম্বর থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন জানানো হয়। তাঁর প্রশ্ন, ওই নম্বরগুলোয় ওয়ান টাইম পাসওয়ার্ড বা ‘ওটিপি’ কীভাবে গেল? কংগ্রেস নেতা বলেন, নির্দিষ্ট কিছু ঠিকানা থেকে নির্দিষ্ট ‘আইপি’ অ্যাড্রেস ব্যবহার করে নাম বাদ দেওয়ার আবেদন জানানো হচ্ছে।
Location :
Delhi
First Published :
September 19, 2025 9:07 AM IST