Frankfurt Hyderabad Lufthansa Flight: সেই ড্রিমলাইনার ৭৮৭, হায়দরাবাদে আসছিল লুফথানসার বিমান, তড়িঘড়ি ফিরে যাওয়ার নির্দেশ!কী ঘটল এবার?

Last Updated:

রবিবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেয় লুফথানসার উড়ান এলএইচ ৭৫২৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
হায়দরাবাদ: আকাশপথে আতঙ্ক যেন কাটছে না৷ এবার হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েও জার্মানির ফ্রাঙ্কফুটে ফিরে গেল লুফথানসার একটি বিমান৷ জানা গিয়েছে, বোমাতঙ্কের জেরেই বিমানটিকে ভারতে আসতে বারণ করা হয়৷
রবিবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেয় লুফথানসার উড়ান এলএইচ ৭৫২৷ এদিকে রবিবার সন্ধে ৬.০১ মিনিটে হায়দ্রাবাদ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি ই মেল আসে৷ সেই ই মেলে হুমকি দেওয়া হয়, ফ্রাঙ্কফুর্ট থেকে হায়দরাবাদগামী ওই বিমানটিকে বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে৷
advertisement
advertisement
এই হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি হুমকির সত্যতা যাচাই করতে একটি কমিটি গঠন করা হয়৷ এ ছাড়াও এই ধরনের পরিস্থিতিতে যা যা নিয়ম অনুসরণ করা উচিত, সেগুলিও করা হয়৷ নিরাপত্তার স্বার্থেই বিমানটিকে ফ্রাঙ্কফুর্ট ফিরে যেতে বলা হয়৷ যাত্রীদের জানানো হয়, ভারতে ওই বিমানটি অবতরণের অনুমতি দেওয়া হয়নি৷ সোমবার ভোরে বিমানটির হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল৷
advertisement
ঘটনাচক্রে এই বিমানটিও ছিল একটি বোয়িং ড্রিমলাইনার৷ তবে এটি ছিল ড্রিমলাইনার ৭৮৭-৯৷ আহমেদাবাদে যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে সেটি ছিল ড্রিমলাইনার ৭৮৭-৮ মডেলের বিমান৷ রবিবার স্থানীয় সময় দুপুর ২.১৪ মিনিটে বিমানটি ফ্রাঙ্কফুর্ট থেকে রওনা দিয়েছিল৷ এক যাত্রী সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, রাতে বিমানসংস্থার পক্ষ থেকেই তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়৷ সোমবার সকালে ফের ওই বিমানটিই যাত্রীদের নিয়ে ফের হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Frankfurt Hyderabad Lufthansa Flight: সেই ড্রিমলাইনার ৭৮৭, হায়দরাবাদে আসছিল লুফথানসার বিমান, তড়িঘড়ি ফিরে যাওয়ার নির্দেশ!কী ঘটল এবার?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement