Frankfurt Hyderabad Lufthansa Flight: সেই ড্রিমলাইনার ৭৮৭, হায়দরাবাদে আসছিল লুফথানসার বিমান, তড়িঘড়ি ফিরে যাওয়ার নির্দেশ!কী ঘটল এবার?

Last Updated:

রবিবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেয় লুফথানসার উড়ান এলএইচ ৭৫২৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
হায়দরাবাদ: আকাশপথে আতঙ্ক যেন কাটছে না৷ এবার হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েও জার্মানির ফ্রাঙ্কফুটে ফিরে গেল লুফথানসার একটি বিমান৷ জানা গিয়েছে, বোমাতঙ্কের জেরেই বিমানটিকে ভারতে আসতে বারণ করা হয়৷
রবিবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেয় লুফথানসার উড়ান এলএইচ ৭৫২৷ এদিকে রবিবার সন্ধে ৬.০১ মিনিটে হায়দ্রাবাদ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি ই মেল আসে৷ সেই ই মেলে হুমকি দেওয়া হয়, ফ্রাঙ্কফুর্ট থেকে হায়দরাবাদগামী ওই বিমানটিকে বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে৷
advertisement
advertisement
এই হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি হুমকির সত্যতা যাচাই করতে একটি কমিটি গঠন করা হয়৷ এ ছাড়াও এই ধরনের পরিস্থিতিতে যা যা নিয়ম অনুসরণ করা উচিত, সেগুলিও করা হয়৷ নিরাপত্তার স্বার্থেই বিমানটিকে ফ্রাঙ্কফুর্ট ফিরে যেতে বলা হয়৷ যাত্রীদের জানানো হয়, ভারতে ওই বিমানটি অবতরণের অনুমতি দেওয়া হয়নি৷ সোমবার ভোরে বিমানটির হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল৷
advertisement
ঘটনাচক্রে এই বিমানটিও ছিল একটি বোয়িং ড্রিমলাইনার৷ তবে এটি ছিল ড্রিমলাইনার ৭৮৭-৯৷ আহমেদাবাদে যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে সেটি ছিল ড্রিমলাইনার ৭৮৭-৮ মডেলের বিমান৷ রবিবার স্থানীয় সময় দুপুর ২.১৪ মিনিটে বিমানটি ফ্রাঙ্কফুর্ট থেকে রওনা দিয়েছিল৷ এক যাত্রী সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, রাতে বিমানসংস্থার পক্ষ থেকেই তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়৷ সোমবার সকালে ফের ওই বিমানটিই যাত্রীদের নিয়ে ফের হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Frankfurt Hyderabad Lufthansa Flight: সেই ড্রিমলাইনার ৭৮৭, হায়দরাবাদে আসছিল লুফথানসার বিমান, তড়িঘড়ি ফিরে যাওয়ার নির্দেশ!কী ঘটল এবার?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement