Husband Tortures First Wife: ঘটা করে দ্বিতীয় বিয়ে ব্যক্তির, রাতে প্রথম স্ত্রী-এর গোপনাঙ্গে দেওয়া হল ফেভিকুইক! জানুন ঘটনাটি
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Husband Tortures First Wife: অভিযোগ অনুযায়ী, ঘটনা ঘটিয়েছে ব্যক্তির দ্বিতীয় স্ত্রী। সে প্রথম স্ত্রীকে শুধু মারধর করেই ক্ষান্ত হননি, বরং সুযোগ বুঝে তার গোপনাঙ্গে ফেভিকুইক লাগিয়েছেন। এই ঘটনার সঙ্গে তার স্বামীও যুক্ত ছিলেন।
জমুই: বিহারের জমুই জেলায় একটি অবাক করে দেওয়া ঘটনা সামনে এসেছে৷ দুই সন্তানের পিতা, তার প্রেমিকাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে৷ প্রথম স্ত্রী এর বিরোধিতা করলে তার গোপনাঙ্গে আঘাত করা হয় বলে অভিযোগ৷
অভিযোগ অনুযায়ী, এই ঘটনা ঘটিয়েছে সেই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী। অভিযুক্ত মহিলা শুধু মারধর করেই ক্ষান্ত হননি, বরং সুযোগ বুঝে প্রথম স্ত্রী-এর গোপনাঙ্গে ফেভিকুইক লাগিয়েছেন। এই ঘটনার সঙ্গে তার স্বামীও যুক্ত ছিলেন। ভুক্তভোগী মহিলার দাবি, তার শ্বশুরবাড়িতে ফিরে আসার পর স্বামী ও সতীন মিলে তাকে নির্যাতন করতেন। বর্তমানে মহিলা থানায় ন্যায় বিচারের দাবি জানিয়েছেন এবং চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: চোখ লেগে গিয়েছিল ড্রাইভারের, ট্যাঙ্কারের সঙ্গে ভয়ঙ্কর সংঘর্ষে খাদে পড়ে গেল বাস! মৃত ৮ আহত একাধিক
advertisement
এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জমুই নগর থানা এলাকায়। ভুক্তভোগী মহিলার অভিযোগ, তার সতীন তাকে মারধর করার পাশাপাশি ঘুমন্ত অবস্থায় গোপনাঙ্গে ফেভিকুইক লাগিয়ে দেন। পরে স্বামী দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পালিয়ে যান। বৃহস্পতিবার দিন এই ঘটনা ঘটে যখন ভুক্তভোগী মহিলা ঘুমিয়ে ছিলেন।
advertisement
ভুক্তভোগী জানান, “আমি বিছানায় ঘুমিয়ে ছিলাম, আমার সতীনও এসে বিছানায় ঘুমায়। পরে আমি যখন ঘুমিয়ে পড়ি, তখন সে সুযোগ নিয়ে ফেভিকুইক লাগিয়ে দেয়। ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে আমি সমস্যার মুখোমুখি হই। পরবর্তী সময়ে শারীরিক অবস্থার অবনতি হলে আমি পরিবারের লোকজনকে বিষয়টি জানাই।”
আরও পড়ুন: দশম শ্রেণি পাস করেই ডাক্তার! জাল মেডিকেল ডিগ্রি র্যাকেট ফাঁস পুলিশের, গ্রেপ্তার ১০ ভুয়ো ডাক্তার
advertisement
ভুক্তভোগী আরও বলেন, “আমার স্বামী এবং সতীন চায় আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি থানায় অভিযোগ জানাই, এরপর আমাকে হাসপাতালে ভর্তি করা হয়।”
মহিলার অভিযোগ, ২০১৬ সালে তার বিয়ে হয় এবং শুরুর দিকে সব কিছু ঠিকঠাক ছিল। তার দুই সন্তানও রয়েছে। কিন্তু তিন মাস আগে তার স্বামী রঞ্জিত সাউ গ্রামের এক মহিলাকে (যার দুই সন্তান রয়েছে) নিয়ে পালিয়ে যান এবং তাকে বিয়ে করেন। এরপর থেকে স্বামী তাকে মারধর করতে শুরু করেন এবং তাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলেন।
advertisement
মহিলা থানার ইনচার্জ প্রীতি কুমারী জানিয়েছেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। মহিলা তার স্বামী এবং সতীনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ব্যবস্থা নেওয়া হবে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2024 5:40 PM IST