Road Accident: চোখ লেগে গিয়েছিল ড্রাইভারের, ট্যাঙ্কারের সঙ্গে ভয়ঙ্কর সংঘর্ষে খাদে পড়ে গেল বাস! মৃত ৮ আহত একাধিক

Last Updated:

Road Accident: বাসটি লখনউ থেকে দিল্লি যাচ্ছিল। দ্রুতগামী বাসটি সামনের ইউপিডিএ ওয়াটার স্প্রিঙ্কলার ট্যাঙ্কারের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুপুরে বাস চালকের ঘুমের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

চোখ লেগে গিয়েছিল ড্রাইভারের, ট্যাঙ্কারের সঙ্গে ভয়ঙ্কর সংঘর্ষে খাদে পড়ে গেল বাস! মৃত ৮ আহত একাধিক
চোখ লেগে গিয়েছিল ড্রাইভারের, ট্যাঙ্কারের সঙ্গে ভয়ঙ্কর সংঘর্ষে খাদে পড়ে গেল বাস! মৃত ৮ আহত একাধিক
কনৌজ: শুক্রবার বিকেলে কনৌজের কাছে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে একটি ডবল ডেকার স্লিপার বাস একটি ট্যাঙ্কারের সাথে সংঘর্ষে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসে থাকা ৮ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন ১৯ জনের বেশি।
জানা গিয়েছে, বাসটি লখনউ থেকে দিল্লি যাচ্ছিল। দ্রুতগামী বাসটি সামনের ইউপিডিএ ওয়াটার স্প্রিঙ্কলার ট্যাঙ্কারের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুপুরে বাস চালকের ঘুমের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জলশক্তি মন্ত্রী স্বাধীনদেব সিং, দুর্ঘটনার পর ঘটনাস্থলের পাশ দিয়েই যাচ্ছিলেন৷ তিনি তার কনভয় থামিয়ে আহতদের অন্য বাসে করে সরিয়ে নিয়ে যান৷ দুর্ঘটনার বিষয়ে UPEDA এবং জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও খবর দেন তিনি।
advertisement
advertisement
কনৌজের সাকরাভা থানা এলাকার আউরাইয়া সীমান্তের মিশ্রবাদ গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরে, আশেপাশের গ্রামবাসীরা ঘটনাস্থলে ভিড় করতে থাকে৷ বেশ কয়েকটি থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল। এসপি জানিয়েছেন, দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৯ যাত্রী। নিহত ও আহতদের বেশিরভাগই লখনউ এবং এর আশেপাশের জেলার বাসিন্দা, যারা কর্মসংস্থানের জন্য দিল্লি যাচ্ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন কনৌজের ডিএম শুভ্রান্ত কুমার শুক্লা, এসপি অমিত কুমার আনন্দ এবং তিরওয়া বিধায়ক কৈলাশ রাজপুত। আহত সকলকে সাইফাই মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
advertisement
কনৌজের এসপি অমিত কুমার আনন্দ বলেছেন, “দুপুর ২টাের দিকে সাকরাভা এলাকায় এক্সপ্রেসওয়েতে একটি জলের ট্যাঙ্কারের সঙ্গে বাসটির সংঘর্ষের সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আট যাত্রীর মৃত্যু হয়েছে এবং আরও বারোজন আহত সাইফাই মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। অন্য যাত্রীদের অন্য বাসে করে গন্তব্যে পাঠানো হয়েছে।
advertisement
জলশক্তি প্রতিমন্ত্রী স্বতন্ত্র দেব সিং বলেন, “পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁচেছেন। আহতদের সব দিক থেকে চিকিৎসা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের রাস্তায় আরও সতর্ক হতে হবে এবং ট্রাফিক নিয়ম, নিরাপত্তা ব্যবস্থা মেনে চলতে হবে।”
বাংলা খবর/ খবর/দেশ/
Road Accident: চোখ লেগে গিয়েছিল ড্রাইভারের, ট্যাঙ্কারের সঙ্গে ভয়ঙ্কর সংঘর্ষে খাদে পড়ে গেল বাস! মৃত ৮ আহত একাধিক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement