Husband Punished Wife: স্ত্রীকে ব্লেড দিয়ে হত্যা, তিন দিন ঘরেই লাশ লুকিয়ে রাখল স্বামী! তারপর শ্যালিকাকে ফোন করে বলল...জানুন...

Last Updated:

Husband Punished Wife: উত্তরপ্রদেশের আগ্রায় শক্তি সিংহ তার স্ত্রী পার্বতীকে ব্লেড দিয়ে হত্যা করে তিন দিন লাশ ঘরে লুকিয়ে রাখে. পরে শ্যালিকাকে ফোন করে জানায় এবং পলাতক হয়. পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে.

স্ত্রীকে ব্লেড দিয়ে হত্যা, তিন দিন ঘরেই লাশ লুকিয়ে রাখল স্বামী! তারপর শ্যালিকাকে ফোন করে বলল...জানুন...
স্ত্রীকে ব্লেড দিয়ে হত্যা, তিন দিন ঘরেই লাশ লুকিয়ে রাখল স্বামী! তারপর শ্যালিকাকে ফোন করে বলল...জানুন...
আগ্রা: উত্তরপ্রদেশের আগ্রায় এক ভয়ংকর ঘটনা সামনে এসেছে। এক ব্যক্তি ব্লেড দিয়ে নিজের স্ত্রীকে হত্যা করে এবং তার লাশ তিন দিন ঘরের মধ্যে লুকিয়ে রাখে। এরপর মঙ্গলবার সকালে সে নিজেই শ্যালিকাকে ফোন করে জানায়, “আমি তোমার বোনকে খুন করেছি, এসে লাশ নিয়ে গিয়ে সৎকার করো।” এই স্বীকারোক্তির পরই অভিযুক্ত শক্তি সিংহ পলাতক হয়ে যায়। পুলিশ এখন তাকে ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে।
ঘটনাটি থানা নয় কি মন্দিরের সুন্দর পাড়া এলাকায় ঘটেছে, যা আগ্রা পুলিশের সদর দফতর ও কালেক্টরেট থেকে মাত্র আধ কিলোমিটার দূরে। শক্তি সিংহ তার মা-বাবা ও ভাইয়ের সঙ্গে ছোট্ট একটি গলির ভিতরে বাড়িতে থাকত। স্ত্রী পার্বতীর সঙ্গে সে একটি আলাদা ঘরে বসবাস করত।
advertisement
advertisement
শক্তি ও পার্বতীর প্রথম দেখা হয়েছিল করৌলি যাত্রার সময়। পার্বতীর পৈতৃক বাড়ি ছিল ভুপালে, কিন্তু চার বছর আগে তার বাবা-মা মারা যাওয়ায় সে আপন বড় বোন গীতার কাছে আগ্রায় থাকতে এসেছিল। গীতাই পুলিশে এই ঘটনার অভিযোগ দায়ের করেছে।
গত শুক্রবার শক্তি ও পার্বতী করৌলি থেকে ফিরেছিল। ফেরার পরই শক্তি তার পরিবারের সঙ্গে তীব্র ঝগড়া করে। কারণ, যাত্রার সময় তার পকেটমারি হয়েছিল এবং সে বাবার কাছ থেকে টাকা চেয়েছিল, কিন্তু বাবা তাকে টাকা দিতে অস্বীকার করেন। এরপর থেকেই শক্তির ব্যবহার অস্বাভাবিক হয়ে ওঠে।
advertisement
স্থানীয়দের মতে, শক্তি সিংহ ছিল এক নেশাগ্রস্ত সাইকো। সে সব ধরনের মাদক সেবন করত এবং কখনো কারও সঙ্গে ভালোভাবে কথা বলত না। প্রতিবেশীরা জানান, সে তার স্ত্রীকেও নেশার ওষুধ খাওয়াতো। ধারণা করা হচ্ছে, সে পার্বতীকে নেশার ওষুধ খাইয়ে ব্লেড দিয়ে হত্যা করেছে, যাতে কেউ কোনো চিৎকার শুনতে না পারে।
advertisement
খুন করার পর শক্তি নিজের ঘরের দেওয়ালে রং করায়! প্রতিবেশীরা জানান, সে কারও কাছ থেকে টাকা ধার নিয়ে বলেছিল, “আমি ঘরে রং করাচ্ছি।” খুনের চিহ্ন মুছে ফেলতেই এই পন্থা নিয়েছিল সে।
প্রতিবেশীদের মতে, পার্বতী খুব কমই বাড়ির বাইরে বেরোতো। মাঝে মাঝে ঝগড়ার পর সে চুপচাপ দরজার সামনে দাঁড়িয়ে থাকত, কিন্তু কাউকে কিছু বলত না। আশ্চর্যের বিষয়, এলাকার অনেকেই পার্বতীর মুখ প্রথমবার দেখল! সেটাও পুলিশ তাদেরকে ছবি দেখানোর পর…
বাংলা খবর/ খবর/দেশ/
Husband Punished Wife: স্ত্রীকে ব্লেড দিয়ে হত্যা, তিন দিন ঘরেই লাশ লুকিয়ে রাখল স্বামী! তারপর শ্যালিকাকে ফোন করে বলল...জানুন...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement