Husband Wife: 'শোনো, তুমি...', বিবাহবার্ষিকীর সকালে সেনা জওয়ানের ফোন স্ত্রীকে, ফোন তুলতেই কথা শুরু, উত্তরে মা বললেন 'বউমা...'

Last Updated:

Husband Wife News: সেনা জওয়ান স্ত্রীকে বিবাহবার্ষিকীর দিন ফোন করেছিলেন শুভেচ্ছা জানানোর জন্য, কিন্তু সেই ফোন তোলেন জওয়ানের মা এবং এমন খবর দিলেন যা সাংঘাতিক বললেও কম বলা হয়।

ছবি সৌজন্যেঃ এআই
ছবি সৌজন্যেঃ এআই
বেগুসরাই: বিহারের বেগুসরাই থেকে হৃদয় বিদারক খবর প্রকাশ্যে এসেছে। এক সেনা জওয়ান স্ত্রীকে বিবাহবার্ষিকীর দিন ফোন করেছিলেন শুভেচ্ছা জানানোর জন্য, কিন্তু সেই ফোন তোলেন জওয়ানের মা এবং এমন খবর দিলেন যা সাংঘাতিক বললেও কম বলা হয়। বিবাহবার্ষিকীর আনন্দ হঠাৎ করেই শোকে পরিণত হয়। সেনা জওয়ান স্বামী বিবাহবার্ষিকীর সকালে ফোন করেন স্ত্রীকে, ফোন তুলতেই বলেন, “শোন”। কিন্তু যে উত্তর পাওয়ার কথা ছিল তা তো তিনি পানইনি বরং নিজের কথাটুকুও শেষ করতে পারেননি তিনি। ফোনের ওপার থেকে মায়ের আওয়াজ ভেসে আসে এবং তিনি জানান পুত্রবধূ আর ইহজগতে নেই, তাঁর মৃত্যু হয়েছে।
অভিযোগ, বিবাহবার্ষিকীর দিন শাশুড়ির হেনস্থার শিকার হয়ে আত্ম*ঘাতী হন ওই মহিলা। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে স্বামী ও পরিবারের সদস্যদের মধ্যে। কারণ সেদিন তাঁর বিবাহবার্ষিকী ছিল এবং ওই দিনই তিনি আত্ম*হত্যা করেন। ঘটনাটি ঘটেছে গাড়হড়া থানা এলাকার কিল গ্রামে।
আরও পড়ুনঃ রাতে জল খেতে উঠে ঝিমিয়ে পড়ল ছোট্ট মেয়ে, সকলে মিলে ছুটল তান্ত্রিকের কাছে! তারপর এমন ঘটনা ঘটল…! পরিবারের সবাই কেঁদেই চলেছে
মৃত জ্যোতি কুমারী কিল গ্রামের বাসিন্দা বিট্টু কুমারের স্ত্রী, তিনি বর্তমানে শ্রীনগরে কর্মরত। ঘটনার বিষয়ে মৃতের বাবা ধরম কুমার জানান, জ্যোতি কুমারীকে প্রতিনিয়ত নির্যাতন করতেন শাশুড়ি, গালিগালাজ করতেন। সেই সব দিনের পর দিন সহ্য করতে করতে হাফিয়ে উথেছিলেন জ্যোতি, তারপরেই এদিন এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বৃষ্টি পড়তেই বাড়ি-বাগানে ঘুরছে লাল-কালো কেন্নো? ২ মিনিটেই মিলবে মুক্তি, সারা বর্ষা ত্রি-সীমানায় আসবে না
জ্যোতির বাবা পুলিশকে জানিয়েছেন, জ্যোতির শাশুড়ির সঙ্গে বহুবার কথা বলে তাঁকে বোঝানোর চেষ্টা করেছেন তিনি। তা সত্ত্বেও জ্যোতির উপর অত্যাচার চলতে থাকে। তিনি জানিয়েছেন, গত ৩১ মে ছিল জ্যোতির বিবাহবার্ষিকী। এদিন শাশুড়ির বকুনিতে ক্ষুব্ধ হয়ে জ্যোতি নিজেকে শেষ করে ফেলেন। জ্যোতির স্বামী শ্রীনগরে কর্মরত। তিনি জানিয়েছেন, মাত্র ২ বছর আগে বিট্টু কুমারের সঙ্গে জ্যোতি কুমারীর বিয়ে হয়।
advertisement
জ্যোতি এবং বিট্টুর এক ছেলে রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই শাশুড়ি তাঁকে লাগাতার অত্যাচার করতেন, যার জেরে আত্ম*হত্যা করেন জ্যোতি। এ সময় স্থানীয় লোকজন ঘটনাটি গাঁড়াহড়া থানায় জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বেগুসরাই সদর হাসপাতালে পাঠায়।
বাংলা খবর/ খবর/দেশ/
Husband Wife: 'শোনো, তুমি...', বিবাহবার্ষিকীর সকালে সেনা জওয়ানের ফোন স্ত্রীকে, ফোন তুলতেই কথা শুরু, উত্তরে মা বললেন 'বউমা...'
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement