Howrah Puri Vande Bharat: বড় খবর! সোমবার বাতিল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস! কী হবে 'প্রি-বুকড' টিকিটের? বড় আপডেট দিল রেল

Last Updated:

Howrah Puri Vande Bharat Express: যাত্রার দ্বিতীয় দিনেই বড় বাধার মুখে পড়ল হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। প্রাকৃতিক দুর্যোগে ফেঁসে, বাজ পরে মাঝপথেই যাত্রা স্থগিত করতে হয় বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসটিকে। এরপরেই আগামিকাল হাওড়া পুরী, ও পুরী হাওড়া দুটি রুটেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।

হাওড়া-পুরী বন্দে ভারত
হাওড়া-পুরী বন্দে ভারত
হাওড়া: সোমবার, ২২ মে বাতিল করা হয়েছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আপ ও ডাউন- উভয় রুটেই ট্রেন বাতিল করা হয়েছে। তবে যাঁরা এই ট্রেনে যাত্রা করার পরিকল্পনা করেছিলেন, ইতিমধ্যে টিকিট কেটে রেখেছিলেন তাঁদের জন্য বড় আপডেট দিয়েছে রেল কর্তৃপক্ষ। টিকিটের দাম নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ।
যাত্রার দ্বিতীয় দিনেই বড় বাধার মুখে পড়ল হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। প্রাকৃতিক দুর্যোগে ফেঁসে, বাজ পরে মাঝপথেই যাত্রা স্থগিত করতে হয় বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসটিকে। এরপরেই আগামিকাল হাওড়া পুরী, ও পুরী হাওড়া দুটি রুটেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
রেলের তরফে জানানো হয়, রেক ক্ষতিগ্রস্থ হয়েছে এবং তাদের কাছে কোনও স্পেয়ার ট্রেন সেট নেই, তাতেই এই সিদ্ধান্ত। জানানো হয়, “ট্রেনটি যে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে ট্রেন চালানো সম্ভব নয়। তাই আপাতত আগামিকাল সোমবারের যাত্রা বাতিল করে দেওয়া হল। আই সি এফের ইঞ্জিনিয়াররা আছেন। তারা রেক পরীক্ষা করবেন তারপরেই যাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
এদিকে ট্রেন বাতিলের সিদ্ধান্তে উৎকণ্ঠা বেড়েছে ২২ মে-র হাওড়া-পুরী ও পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের। তবে এই বিষয়ে আশ্বস্ত করেছে রেল কর্তৃপক্ষ। টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলে রবিবারই ঘোষণা করেছে রেল। শীঘ্রই ট্রেনের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
আপ ও ডাউন দুটি ট্রেনই বাতিল করা হয়েছে বলে রবিবার রাতে ঘোষণা করেছে ইস্ট-কোস্ট রেল কর্তৃপক্ষ। রেকের মেরামতির জন্য ট্রেন বাতিল করা হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়। স্বভাবতই চিন্তায় পড়েন আগামিকালের ট্রেনের যাত্রীরা। যাঁদের সোমবারের আপ অথবা ডাউন হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে যাওয়ার কথা ছিল এবং টিকিট কেটে রেখেছিলেন, তাঁরা টিকিটের টাকা ফেরত পাবেন কিনা, কী ভাবে ফেরত পাবেন, তা নিয়ে চিন্তায় পড়ে যান।
advertisement
অবশেষে তাঁদের চিন্তা দূর করল রেল কর্তৃপক্ষ। ২২ মে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের আপ ও ডাউন- দুটি ট্রেনেরই সমস্ত যাত্রীর টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। যদিও কী ভাবে টাকা ফেরত দেওয়া হবে, তা এখনও জানায়নি রেল কর্তৃপক্ষ। তবে অনলাইনে যাঁরা টিকিট কেটেছেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে বলে সূত্রের খবর।
বাংলা খবর/ খবর/দেশ/
Howrah Puri Vande Bharat: বড় খবর! সোমবার বাতিল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস! কী হবে 'প্রি-বুকড' টিকিটের? বড় আপডেট দিল রেল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement