Puri Howrah Vande Bharat Express: হঠাৎ বিকট শব্দ...! আচমকা স্তব্ধ পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস...! মাঝপথেই বিরাট বিপত্তি, উৎকণ্ঠায় যাত্রীরা

Last Updated:
Puri Howrah Vande Bharat Express: বড়সড় বিপত্তির মুখে পুরী-হাওড়া বন্দেভারত এক্সপ্রেস। আজ যাত্রার দ্বিতীয় দিনেই ঘটল বিরাট অঘটন। পুরী থেকে হাওড়াতে ফেরার পথেই তুমুল ঝড় বৃষ্টি ও বজ্রপাতের মুখে পড়ে বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি।
1/6
বড়সড় বিপত্তির মুখে পুরী-হাওড়া বন্দেভারত এক্সপ্রেস। আজ যাত্রার দ্বিতীয় দিনেই ঘটল বিরাট অঘটন। পুরী থেকে হাওড়াতে ফেরার পথেই তুমুল ঝড় বৃষ্টি ও বজ্রপাতের মুখে পড়ে বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। তখনই বাজ পড়ে ঘটে যায় দুর্ঘটনা।
বড়সড় বিপত্তির মুখে পুরী-হাওড়া বন্দেভারত এক্সপ্রেস। আজ যাত্রার দ্বিতীয় দিনেই ঘটল বিরাট অঘটন। পুরী থেকে হাওড়াতে ফেরার পথেই তুমুল ঝড় বৃষ্টি ও বজ্রপাতের মুখে পড়ে বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। তখনই বাজ পড়ে ঘটে যায় দুর্ঘটনা।
advertisement
2/6
জানা যাচ্ছে, ভদ্রক স্টেশনের ১০ কিলোমিটার আগে প্রচন্ড ঝড় বৃষ্টি ও ট্রেনের ওভারহেড লাইনের ওপর বাজ পরে ফ্লাসিং হয়ে ট্রেন দাঁড়িয়ে পড়ে। ট্রেনে ইলেকট্রিক পরিষেবা বন্ধ হয়ে যায়। নেমে আসে অন্ধকার।
জানা যাচ্ছে, ভদ্রক স্টেশনের ১০ কিলোমিটার আগে প্রচন্ড ঝড় বৃষ্টি ও ট্রেনের ওভারহেড লাইনের ওপর বাজ পরে ফ্লাসিং হয়ে ট্রেন দাঁড়িয়ে পড়ে। ট্রেনে ইলেকট্রিক পরিষেবা বন্ধ হয়ে যায়। নেমে আসে অন্ধকার।
advertisement
3/6
রেলসূত্রে খবর, বিকেল ৪ টে ৪৫ মিনিট জাজপুর কেওনঝড় রোড ছাড়ার পর একটা বিকট শব্দ হয়। সি৩ (চেয়ার কার) এবং সি১২ (চেয়ার কার) কোচের জানালাতে চিড় ধরে যায়।
রেলসূত্রে খবর, বিকেল ৪ টে ৪৫ মিনিট জাজপুর কেওনঝড় রোড ছাড়ার পর একটা বিকট শব্দ হয়। সি৩ (চেয়ার কার) এবং সি১২ (চেয়ার কার) কোচের জানালাতে চিড় ধরে যায়।
advertisement
4/6
শিলাবৃষ্টিতে লোকো পাইলট কেবিন এর ও C12 কোচের কাঁচ ও ভেঙে যায়। রেল সূত্রের খবর একটি ইঞ্জিন আনা হচ্ছে ট্রেনটিকে নিয়ে যাওয়ার জন্য।
শিলাবৃষ্টিতে লোকো পাইলট কেবিন এর ও C12 কোচের কাঁচ ও ভেঙে যায়। রেল সূত্রের খবর একটি ইঞ্জিন আনা হচ্ছে ট্রেনটিকে নিয়ে যাওয়ার জন্য।
advertisement
5/6
প্রত্যক্ষদর্শীদের কথায়, আচমকা বিকট শব্দ হয়। তারপরই থেমে যায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। দেখা যায় পাইলট কেবিনের ‘উইন্ডশিল্ড’-এ ক্র্যাক।
প্রত্যক্ষদর্শীদের কথায়, আচমকা বিকট শব্দ হয়। তারপরই থেমে যায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। দেখা যায় পাইলট কেবিনের ‘উইন্ডশিল্ড’-এ ক্র্যাক।
advertisement
6/6
আরও দুটি কামরার কাঁচেও ফাটল ধরে গিয়েছে। ট্রেনের ভিতরের মূল আলো চলে যায়। তবে ঘটনায় কোনও যাত্রীর চোট লাগেনি বলে জানা গিয়েছে।
আরও দুটি কামরার কাঁচেও ফাটল ধরে গিয়েছে। ট্রেনের ভিতরের মূল আলো চলে যায়। তবে ঘটনায় কোনও যাত্রীর চোট লাগেনি বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
advertisement