RBI || 2000 Rs Currency Update: আসছে ৫০০-র থেকে বড় নোট...? জেনে নিন কী বলছে RBI! ২০০০ বাতিল হতেই শোরগোল

Last Updated:

RBI || 2000 Rs Currency Update: ২০০০ টাকার নোট বাতিলের ফলে দেশে সবচেয়ে বড় নোট ৫০০ টাকার নোট হতে চলেছে? নাকি আসবে আরও বড় নোট?

Rs 500? নাকি আসবে আরও বড় নোট?
Rs 500? নাকি আসবে আরও বড় নোট?
নয়াদিল্লি: গত শুক্রবারই দেশে ২০০০ টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেছে RBI। যার ফলে এখন প্রত্যেক নাগরিককে তাঁদের কাছে থাকা যাবতীয় ২০০০ টাকার নোট আবার ব্যাঙ্কে জমা দিতে হবে। এ জন্য ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ২০০০ টাকার নোট বাতিলের ফলে দেশে সবচেয়ে বড় নোট ৫০০ টাকার নোট হতে চলেছে। দেশে ৫০০ টাকার নোটের প্রচলনও যথেষ্ট। এই পরিস্থিতিতে, প্রত্যেক ব্যক্তির আসল এবং জাল ৫০০ টাকার নোট শনাক্ত করতে সক্ষম হওয়া উচিত বলে মনে করছে রিসার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
প্রশ্ন উঠছে ৫০০ টাকার থেকে বড় নোট আবার ইস্যু করা হবে কিনা। এর প্রতিক্রিয়ায়, আরবিআইয়ের প্রথম গভর্নর আর গান্ধি বলেন, ভারতে ৫০০-র বেশি বড় নোটের প্রয়োজন নেই এই মুহূর্তে।
advertisement
৫০০ র থেকে বড় নোটের প্রয়োজন নেই:
প্রাক্তন আরবিআই গভর্নর আর গান্ধি বলেন, ভারতে যেভাবে ডিজিটাল লেনদেন বাড়ছে তা দেখে মনে হচ্ছে ভারতে বড় নোটের দরকার নেই। সময়ের সঙ্গে সঙ্গে ডিজিটাল পেমেন্ট সিস্টেম বৃদ্ধি পেয়েছে এবং এটি ছাড়াও ভারতে কম মুদ্রাস্ফীতি রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারতে বড় নোট দেওয়ার প্রয়োজন নেই।
advertisement
কেন ২০০০ এর নোট বন্ধ?
প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র সংবাদ মাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী মোদির শুরু থেকেই পরিকল্পনা ছিল বিশেষ পরিস্থিতিতে ২০০০ টাকার নোট একটি অস্থায়ী ব্যবস্থা হিসেবে রয়েছে। বিশেষ করে গরীবদের জন্য এই নোট লেনদেন করা বাস্তবসম্মতও নয়। এই নোটটি দীর্ঘদিন প্রচলনে রাখলে কালো টাকা ও দুর্নীতিকে উৎসাহিত করা হত, কর ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হত। তাই ২০০০ টাকার নোট প্রত্যাহার করার সিদ্ধান্ত জনস্বার্থে এবং সর্বোপরি দেশের স্বার্থে।
advertisement
কী ভাবে ২০০০ নোট পরিবর্তন করা যাবে?
নৃপেন্দ্র মিশ্র ২০১৬ সালে নোট বাতিলের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। তিনি জানান, ২০০০ টাকার নোট আর ব্যাঙ্ক ইস্যু করবে না। একবারে ২০০০ টাকার ১০টি নোট ব্যাঙ্কে জমা করা যাবে। ব্যাঙ্ক সেক্ষেত্রে এর বিনিময়ে ২০,০০০ টাকা মুল্যর অন্য নোট দেবে।
advertisement
advertisement
কী ভাবে 500 টাকার জাল নোট চিনবেন:
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতে, ৫০০ টাকার নোটের সামনের দিকে মহাত্মা গান্ধির ছবি রয়েছে। ৫০০ মূল্যের নোটে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষরও রয়েছে। নোটের উল্টোদিকে ‘লাল কেল্লা’-র ছবিও রয়েছে যাতে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। এইগুলি দেখে নেওয়া জরুরি।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RBI || 2000 Rs Currency Update: আসছে ৫০০-র থেকে বড় নোট...? জেনে নিন কী বলছে RBI! ২০০০ বাতিল হতেই শোরগোল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement