2000 Rs Note || RBI Note Exchange Rules: একবারে ক'টি ২০০০ টাকার নোট বদলাতে পারবেন? নোট বদলের সময়সীমা কত দিন? RBI-এর বিগ আপডেট

Last Updated:

2000 Rs Note || RBI Note Exchange Rules: 2000 Rs Note: ২০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে রিসার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। নতুন করে আর ২০০০ টাকার নোট ইস্যু করবে না RBI।

২০০০ টাকার নোট বাতিল RBI-এর
২০০০ টাকার নোট বাতিল RBI-এর
নয়াদিল্লি: ২০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে রিসার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। নতুন করে আর ২০০০ টাকার নোট ইস্যু করবে না RBI। বর্তমানে বাজারে থাকা সব ২০০০ টাকার নোট শুধুমাত্র আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্তই বৈধ থাকবে। এর পর সেগুলো অবৈধ ঘোষণা করা হবে বলেই জানানো হয়েছে রিসার্ভ ব্যাঙ্কের তরফে। স্বভাবতই চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। যদিও নোট বাতিলের সিদ্ধান্ত জানিয়ে অভয় দিয়ে রিসার্ভ ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, উদ্বেগের কোনও কারণ নেই, এই পরিস্থিতি কোনওভাবেই নোটবন্দির মতো নয়।
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া অর্থাৎ RBI আর ২০০০ টাকার নতুন নোট ইস্যু করবে না। বর্তমানে বাজারে পাওয়া ২০০০ টাকার নোট আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত বৈধ থাকবে। যদিও এর পরেই এই নোট অবৈধ ঘোষণা করা হবে কি না, এখনও তা খুব স্পষ্ট নয়। আরবিআই- সূত্রে জানা যাচ্ছে যাদের কাছে ২০০০ টাকার নোট আছে তারা ২৩ মে ২০২৩ থেকে ব্যাঙ্কে গিয়ে এগুলি বদলে নিতে পারবেন। জেনে নিন এই সিদ্ধান্তের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলি।
advertisement
advertisement
আরবিআই জানিয়েছে, যাঁদের কাছে ২০০০ টাকার নোট আছে, তাঁরা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে পারেন এই নোটগুলি। বা তাঁরা যে কোনও ব্যাঙ্কের শাখায় গিয়ে অন্য নোটের সঙ্গে এই নোট বিনিময় করতে পারেন।
advertisement
আরবিআই জানিয়েছে, ২০০০ টাকার নোট এককালীন ২০,০০০ টাকার সীমা পর্যন্ত অন্য নোটের সঙ্গে বদলে নেওয়া যেতে পারে। অর্থাৎ একবারে ২০০০ টাকার মাত্র ১০টি নোট বদলানো যেতে পারে। আপনার কাছে যদি ৩০টি নোট থাকে সেক্ষেত্রে তিনবারে নোট বদল করা যাবে।
রিজার্ভ ব্যাঙ্কের সার্কুলার অনুযায়ী, নির্দিষ্ট সময়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মানুষের কাছে যথেষ্ট সময় রয়েছে। আপনার কাছে থাকা ২০০০ টাকার নোটগুলি ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ব্যাঙ্কে জমা বা বদল করতে পারবেন। ব্যাঙ্কগুলিকেও পৃথক নির্দেশিকা জারি করা হয়েছে। ব্যাঙ্কগুলি ছাড়াও, ২৩ মে থেকে RBI-এর ১৯টি আঞ্চলিক অফিসেও ২০০০ টাকার নোট বদলানো যাবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
2000 Rs Note || RBI Note Exchange Rules: একবারে ক'টি ২০০০ টাকার নোট বদলাতে পারবেন? নোট বদলের সময়সীমা কত দিন? RBI-এর বিগ আপডেট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement