Big Breaking || Vande Bharat Express: তুমুল ঝড়-বৃষ্টিতে দুর্ঘটনার মুখে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস! ভেঙে গেল উইন্ডশিল্ড
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Big Breaking || Puri Howrah Vande Bharat Express: ফের প্রাকৃতিক দুর্যোগের মুখে বন্দে ভারত এক্সপ্রেস। রবিবার, পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস-এর যাত্রার দ্বিতীয় দিনেই বিপত্তি।
কলকাতা: ফের প্রাকৃতিক দুর্যোগের মুখে বন্দে ভারত এক্সপ্রেস। রবিবার, পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস-এর যাত্রার দ্বিতীয় দিনেই বিপত্তি। প্রচন্ড ঝড় বৃষ্টিতে গাছের ডাল ভেঙে পড়ে সেমি হাইস্পিড ট্রেনটির উইন্ডশিল্ডের উপর৷ মুহূর্তে উইন্ডশিল্ড ভেঙে যায়। জানা যাচ্ছে, আপাতত ভদ্রকের কাছে দাঁড়িয়ে আছে দুর্বার গতির ট্রেনটি৷ যেখানে ঘটনাটি হয়েছে সেটি ইস্ট-কোস্ট রেলের অংশ বলেই সূত্রের খবর।
ঝড় বৃষ্টির জেরে ট্রেনের সামনের অংশেও কিছুটা ক্ষতি হয়েছে বলে রেলসূত্রে জানা গিয়েছে। দুর্যোগের ফলে প্যান্টোগ্রাফও ভেঙে গিয়েছে ট্রেনের৷ অন্য ইঞ্জিন দিয়ে টেনে আনার চেষ্টা হবে বলে জানাচ্ছে ইস্ট কষ্ট রেলওয়ে।
advertisement
আপাতত স্থির হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে গতি কমিয়ে চালানো হবে দ্রুত গতি সম্পন্ন বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। আজ ছিল হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার দ্বিতীয় দিন৷
advertisement
প্রসঙ্গত, গতকাল থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বন্দে ভারতের যাত্রী পরিষেবা। হাওড়া থেকে এই ট্রেনটি পৌঁছয় পুরী। আজ ফিরতি পথে বন্দে ভারতের পৌঁছনোর কথা হাওড়া। গত ১৭ তারিখ থেকে এই ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর এরই মধ্যে আগামী ৭ দিনের টিকিট শেষ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে রেলের তরফে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 21, 2023 6:06 PM IST








