গোটা বিশ্ব তাকিয়ে ভারতের দিকে, চাঁদে নামবে চন্দ্রযান-৩! শেষের ১৫ মিনিটই আসল

Last Updated:

Chandrayan 3: শেষ ১৫ মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চাঁদে নামবে চন্দ্রযান ৩। গোটা বিশ্ব তাকিয়ে ভারতের দিকে।

নয়াদিল্লি: চন্দ্র অভিযানের একেবারে শেষ পর্যায়ে রয়েছে ভারত। সবকিছু ঠিকঠাক থাকলে ২৩ অগাস্ট সন্ধ্যা ৬.৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান ৩। সফট ল্যান্ডিংয়ের সমস্ত বন্দোবস্ত করেছে ইসরো। শেষ ১৫ মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় ল্যান্ডারটিকে উচ্চ গতির অনুভূমিক অবস্থান থেকে উল্লম্ব অবস্থানে নিয়ে যেতে হবে।
চার ধাপে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান ৩। বিকেল ৫.৪৫ মিনিটে শুরু হবে অবতরণের প্রক্রিয়া। এই চার ধাপ হল – রাফ ব্রেকিং ফেজ, অলটিটিউড হোল্ড ফেজ, ফাইন ব্রেকিং ফেজ এবং টার্মিনাল ডিসেন্ট ফেজ। এই ১৫ মিনিটের উত্তেজনা টি টোয়েন্টি ম্যাচের চেয়ে কোনও অংশে কম হবে না।
আরও পড়ুন- কোচ রক্ষণাবেক্ষণে নয়া ব্যবস্থা ভারতীয় রেলে
চার ধাপে অবতরণ: ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ৯ অগাস্ট এক বক্তৃতায় বলেছিলেন, ‘চন্দ্রযান ৩ বর্তমানে ৯০ ডিগ্রি হেলে আছে। ২৩ অগাস্ট সন্ধ্যায় যখন অবতরণ প্রক্রিয়া শুরু হবে তখন একে উল্লম্ব অবস্থানে নিয়ে যেতে হবে। না হলে ল্যান্ডিং করতে পারবে না। গতবার চন্দ্রযান ২-এ এই সমস্যা হয়েছিল’।
advertisement
advertisement
ল্যান্ডারের অবতরণ প্রক্রিয়ার প্রথম ধাপ ‘রাফ ব্রেকিং ফেজ’। এই ধাপ শেষ করতে ৬৯০ সেকেন্ড সময় লাগবে। এই পর্যায়ে ল্যান্ডারটি প্রতি সেকেন্ডে ১.৬৮ কিমি গতিতে চন্দ্র পৃষ্ঠে নামতে শুরু করবে। অতিক্রম করবে ৩৫৮ মিটার পথ।
ল্যান্ডারের গতি কমাতে ৪০০ নিউটনের ৪টি ইঞ্জিন ফায়ার করা হবে। ৬৯০ সেকেন্ডের মধ্যে চন্দ্রযান অতিক্রম করবে ৭৪৫ কিমি দূরত্ব। চন্দ্র পৃষ্ঠ থেকে মাত্র ৭.৪ কিমি উচ্চতায় অবস্থান করবে চন্দ্রযান ৩।
advertisement
অলটিটিউড হোল্ড ফেজ: দ্বিতীয় পর্যায় হল, অলটিটিউড হোল্ড ফেজ। চন্দ্র পৃষ্ঠ থেকে ৭.৪ কিলোমিটার উচ্চতায় শুরু হবে। এই পর্যায়ে, প্রায় ১০ সেকেন্ডের মধ্যে চন্দ্রপৃষ্ঠ থেকে ল্যান্ডারের উচ্চতা ৬.৮ কিলোমিটারে নেমে আসবে। এই সময় গতি হবে প্রতি সেকেন্ডে ৩৩৬ মিটার। এই পর্যায়ে, ৭৪০ নিউটনের সমান ৪টি ইঞ্জিন ফায়ার করা হবে।
তৃতীয় পর্বটি হবে ফাইন ব্রেকিং ফেজ। এই পর্যায়ে, ল্যান্ডারটি ৬.৮ কিলোমিটার উচ্চতা থেকে যাত্রা শুরু করবে এবং চন্দ্র পৃষ্ঠ থেকে প্রায় ৮০০ মিটার উচ্চতায় পৌঁছবে। এই পর্যায় শেষ করতে সময় লাগবে ১৭৫ সেকেন্ড।
advertisement
আরও পড়ুন- অতিপ্রবল বৃষ্টিপাতে ভাসবে রাজ্য…! আগামী পাঁচদিন তুমুল তাণ্ডব চালাবে বর্ষা
এই পর্যায়ে ল্যান্ডারের গতি থাকবে শূন্য। ল্যান্ডারের সেন্সরগুলো চাঁদের পৃষ্ঠে লেজার রশ্মি পাঠিয়ে অবতরণ স্থানটি পরিদর্শন করে দেখবে যে সেটা নামার জন্য উপযুক্ত কি না।
এই সময় ল্যান্ডারের উচ্চতা ১৫০ মিটার। পরিস্থিতি অবতরণের অনুকূল না হলে ল্যান্ডারটি ১৫০ মিটার সরে যাবে। এটাই শেষ পর্যায় ‘টার্মিনাল ডিসেন্ট ফেজ’।
advertisement
বিক্রম প্রথমে ১৫০ মিটার উচ্চতা থেকে ৬০ মিটার উচ্চতায় আসবে। তারপর সেখান থেকে ১০ মিটার উচ্চতায় পৌঁছবে। চাঁদের পৃষ্ঠের উচ্চতা যখন ১০ মিটার হবে তখন শুরু হবে অবতরণ প্রক্রিয়া। এই সময় গতি হবে সেকেন্ডে ১ বা ২ মিটার। চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় ল্যান্ডারের ওজন থাকবে ৮০০ কেজি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গোটা বিশ্ব তাকিয়ে ভারতের দিকে, চাঁদে নামবে চন্দ্রযান-৩! শেষের ১৫ মিনিটই আসল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement