First HMPV Positive Detected in India: ভারতে প্রথম ধরা পড়ল 'HMPV পজিটিভ' রোগী! আক্রান্ত ৮ এবং ৩ মাস বয়সি ২ শিশু

Last Updated:

First HMPV Positive Detected in India:শিশুর দেহ থেকে সংগৃহীত নমুনা এনআইভি পুনায় পাঠানো হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানা গিয়েছে। তারপরই কেন্দ্রীয় সরকারের তরফে HMPV পজিটিভ বলে কনফার্ম করা হবে৷

News18
News18
বেঙ্গালুরু: আশঙ্কা সত্যি করে ভারতে ধরা পড়ল Human Metapneumovirus (HMPV) পজিটিভ রোগী৷ বেঙ্গালুরুতে ৮ মাস বয়সি এক শিশুর দেহে এই জীবাণুর সক্রিয় অস্তিত্ব ধরা পড়েছে৷ শহরের ব্যাপ্টিস্ট হাসপাতালে তার চিকিৎসা চলছে৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে শিশুটি মেটা নিউমোভাইরাসে আক্রান্ত হয়েছে। জানা গিয়েছে সম্প্রতি তাকে বাইরে কোথাও বেড়াতে নিয়ে যাওয়া হয়নি৷ এছাড়াও বেঙ্গালুরুতে ৩ মাস বয়সি আর এক শিশুও এই ভাইরাসে আক্রান্ত হয়। হাসপাতালে চিকিৎসার পর আপাতত তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
কর্নাটক সরকারে স্বাস্থ্য দফতর জানিয়েছে তাদের রাজ্যে HMPV আক্রান্ত ২ শিশুর সন্ধান মিলেছে৷ এই মর্মে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে৷ যদিও কর্নাটকের স্বাস্থ্য দফতরের দাবি, এখনও সরকারি পরিকাঠামোয় ওই শিশুদের নমুনা পরীক্ষা করা হয়নি। তাদের দেহ থেকে সংগৃহীত নমুনা এনআইভি পুনায় পাঠানো হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানা গিয়েছে। তারপরই কেন্দ্রীয় সরকারের তরফে HMPV পজিটিভ বলে কনফার্ম করা হবে৷
advertisement
তবে চিনে যে HMPV জীবাণুর সংক্রমণ ছড়াচ্ছে, তার সঙ্গে বেঙ্গালুরুর আক্রান্ত শিশুদের দেহের ভাইরাস একই কিনা, সে বিষয়ে কোনও নিশ্চয়তা মেলেনি৷ প্রসঙ্গত চিনে সম্প্রতি এই ভাইরাসের দাপট অব্যাহত৷ গত ৪ জানুয়ারি সম্ভাব্য মহামারির আশঙ্কা প্রশমিত করে চিন জানায়, বার্ষিক মরশুমি কারণেই বেড়েছে ভাইরাসের দাপট৷ ভাইরাসের বাড়বাড়ন্তের জন্য দায়ী করা হয় শীতের মরশুমকেই। সে দেশের বিদেশ মন্ত্রকের তরফে নাগরিক এবং পর্যটনদের আশ্বস্ত করা হয় যে চিন নিরাপদ। তার আগের দিন ৩ জানুয়ারি ভারতে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তরফে জানানো হয় এখনই আতঙ্কিত হওয়ার মতো কোনও কারণ নেই। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। যোগাযোগ রাখা হচ্ছে আন্তর্জাতিক মহলের সঙ্গেও।
advertisement
advertisement
ডিরেক্টর জেনারেল অব হেল্থ সার্ভিসেস অতুল গোয়েল জানান হিউম্যান মেটানিউমোভাইরাসের উপসর্গ সাধারণ সর্দিকাশি ইনফ্লুয়েঞ্জার মতোই। সাধারণত শিশু এবং বয়স্করাই এই ভাইরাসে বেশি আক্রান্ত হন। যাঁরা ইতিমধ্যেই সর্দিকাশিতে আক্রান্ত, তাঁদের বিশেষ সতর্কতা নিতে বলছেন অতুল। নজর রাখতে বলছেন যাতে সংক্রমণ বেশি না ছড়ায়। মূল স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও মনে করিয়ে দিয়েছেন অতুল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
First HMPV Positive Detected in India: ভারতে প্রথম ধরা পড়ল 'HMPV পজিটিভ' রোগী! আক্রান্ত ৮ এবং ৩ মাস বয়সি ২ শিশু
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement