#রোহতাক: বাবা গুরমিত রাম রহিম এখন জেলে ৷ সাধিকাকে ধর্ষণ করায় ২০ বছরের কারাদণ্ডের সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম ইনসান ৷ অন্যদিকে সোমবারই হরিয়ানা পুলিশের জালে ধরা পড়েছেন বাবা রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত সিং ! আর এই বাবার নানা কাণ্ডই এখন খবরের শিরেনামে৷
নতুন খবর অনুযায়ী, জন্মদিন থেকে শুরু করে জন্মস্থান সব ব্যাপারেই মিথ্যে বলেছিলেন গুরমিত ৷
বার্থ সার্টিফিকেট অনুযায়ী, গুরমিতের আসল নাম হরপাল সিং ৷ জন্ম হয়েছিল রাজস্থানের পঞ্জাবের কীকড় খড়া গ্রামে ৷ এমনকী, গুরমিতের জন্ম মোটেই ১৫ অগাস্ট নয়, যা বলে তিনি প্রচার করতেন ৷ উলটে গুরমিতের জন্ম তারিখ ১০ জুলাই ৷
যতদিন যাচ্ছে তত একের পর এক বাবা রাম রহিমের কুকীর্তির কথা প্রকাশ্যে আসছে ৷ তিন বছর ধরে টানা ধর্ষণ করেছিলেন স্বঘোষিত ধর্মগুরু। শাস্তি হিসাবে জেলে কাটাতে হবে ২০ বছর। দুই সাধ্বীকে ধর্ষণের দায়ে গুরমিত রাম রহিমকে ১০ বছর করে দুটি অপরাধে কারাদণ্ডের রায় দিয়েছে বিশেষ সিবিআই আদালত। এবার তার বিরুদ্ধে আরও ভয়ানক অভিযোগ জানাল দাদরির তিবালা গ্রামের এক বাসিন্দা ৷ অভিযোগ তাদের মেয়ে রেনু ওরফে শ্রদ্ধাকে ডেরাতে আটকে রাখা হয়েছে ৷
অনাথ এই মেয়েটি আশ্রমে যাওয়ার পর আর কোনওদিন গ্রামে ফেরেনি ৷ ২০০৬ সালে ভাইয়ের সঙ্গে ডেরায় পড়াশোনা করতে গিয়েছিল শ্রদ্ধা ৷ এরপর থেকে দু’জন আর ফেরেনি ৷ অনেক চেষ্টা করার পর শ্রদ্ধার ভাই জয়জিৎকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয় ডেরা ৷ কিন্তু শ্রদ্ধার এখনও পর্যন্ত কোনও হদিশ মেলেনি ৷ পরিবারের অভিযোগ তাকে বন্দি করে রাখা হয়েছিল ৷ এখন সে বেঁচে রয়েছে কিনা সে বিষয়েও তারা কিছু জানে না ৷
ডেরার উপর ভরসা করে পড়াশোনা করার জন্য শ্রদ্ধা ও তার ভাইকে আশ্রমে পাঠানো হয়েছিল ৷ কিন্তু কিছুদিন পর ডেরায় গেলে শ্রদ্ধার সঙ্গে তার পরিবারকে দেখা করতে দেওয়া হয়নি ৷ জয়জিৎ লুকিয়ে কখনও কখনও পরিবারের সঙ্গে দেখা করে যেত ৷ সাত বছর ধরে শ্রদ্ধার সঙ্গে দেখা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার পরিবারের সদস্যরা ৷ মেয়েকে উদ্ধার করার জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠি লিখেছে তার পরিবারের সদস্যরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baba Gurmeet Ram Rahim, Punjab, Rohtak