হোম /খবর /দেশ /
সাধারণ মানুষের জীবনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে : সোনিয়া গান্ধি

সাধারণ মানুষের জীবনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে, জেটলির প্রয়াণে শোকপ্রকাশ সোনিয়া গান্ধির

জেটলির অকালপ্রয়াণে শোকপ্রকাশ করে তিনি জানিয়েছেন শুধুমাত্র সাংসদ বা মন্ত্রী নন, একজন জননেতা হিসেবে তাঁকে মনে রাখবেন মানুষ

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির প্রয়াণে শোকাহত রাজনৈতিক মহল । সাধারণ মানুষের জন্য তিনি যা কাজ করেছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে, শোকবার্তায় জানিয়েছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি ।

    জেটলির অকালপ্রয়াণে শোকপ্রকাশ করে তিনি জানিয়েছেন শুধুমাত্র সাংসদ বা মন্ত্রী নন, একজন জননেতা হিসেবে তাঁকে মনে রাখবেন মানুষ ।

    জেটলির প্রয়াণে শোকপ্রকাশ করেছন মনমোহন সিং সহ একাধিক কংগ্রেস নেতা । একজন অসাধারণ আইনজীবী , বক্তা ও একদজ দক্ষ প্রশাসক ও সাংসদকে হারালো দেশ, শোকবার্তায় জানিয়েছেন মনমোহন সিং ।

    First published:

    Tags: Arun Jaitley, Arun Jaitley Death, Congress, Sonia Gandhi