#নয়াদিল্লি: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির প্রয়াণে শোকাহত রাজনৈতিক মহল । সাধারণ মানুষের জন্য তিনি যা কাজ করেছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে, শোকবার্তায় জানিয়েছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি ।
জেটলির অকালপ্রয়াণে শোকপ্রকাশ করে তিনি জানিয়েছেন শুধুমাত্র সাংসদ বা মন্ত্রী নন, একজন জননেতা হিসেবে তাঁকে মনে রাখবেন মানুষ ।
Congress President Smt. Sonia Gandhi shares a condolence message for Shri Arun Jaitley. pic.twitter.com/19sEA2900u
— Congress (@INCIndia) August 24, 2019
জেটলির প্রয়াণে শোকপ্রকাশ করেছন মনমোহন সিং সহ একাধিক কংগ্রেস নেতা । একজন অসাধারণ আইনজীবী , বক্তা ও একদজ দক্ষ প্রশাসক ও সাংসদকে হারালো দেশ, শোকবার্তায় জানিয়েছেন মনমোহন সিং ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arun Jaitley, Arun Jaitley Death, Congress, Sonia Gandhi