#নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার দায় স্বীকার করল 'হিন্দু রক্ষা দল' নামে একটি গোষ্ঠী৷ নিজেকে ওই গোষ্ঠীর নেতা হিসেবে দাবি করে ভূপেন্দ্র তোমর ওরফে পিঙ্কি চৌধুরী নামে এক ব্যক্তি৷ ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে তার দাবি, 'জেএনইউ-এ দেশবিরোধী ও হিন্দু বিরোধী কার্যলাপ চলছে৷ তাই আমরা মেরেছি৷'
कल जेएनयू कांड की पूरी जिम्मेदारी ले ली है इसने। दिल्ली पुलिस के लिए केस आसान हो गया pic.twitter.com/528nk3YTR8
— Narendra nath mishra (@iamnarendranath) January 6, 2020
Hindu Raksha Dal chief takes 'full responsibility' for JNU violence Read @ANI story | https://t.co/5YVQtL70Cl pic.twitter.com/5tIASGIzCn — ANI Digital (@ani_digital) January 7, 2020
যদিও সমালোচকদের একাংশের দাবি, এবিভিপি-র বিরুদ্ধে ওঠা অভিযোগে ঢেকে ফেলার জন্যই হিন্দু রক্ষা দল নামে ওই গোষ্ঠী নিজেরা হামলার দায় কাঁদে নিচ্ছে৷
ওই দিন রাতে যারা মুখ ঢেকে হামলা চালায়, তাদের চিহ্নিত করার জন্য ফেস-রিকগনিশন সফটওয়্যারের সাহায্য নিচ্ছে দিল্লি পুলিশ৷ সে দিনের ঘটনার একাধিক ভিডিও ও ছবি খতিয়ে দেখছে পুলিশ৷ সেই ছবি ও ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, প্রত্যেকের হাতেই লাঠি, লোহার রড ও হকি স্টিক৷
জেএনইউ ছাত্র সংগঠনের নেত্রী ঐশী ঘোষের অভিযোগ, এবিভিপি-র দুষ্কৃতীরা হামলা চালিয়েছে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি৷
জেএনইউ-এর ঘটনায় দিল্লি পুলিশ আক্রান্ত ঐশী ঘোষের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে৷ ঐশীর বিরুদ্ধে এফআইআর-এর তীব্র নিন্দা করেছেন বিশিষ্ট গীতিকার ও কবি জাভেদ আখতার৷ তিনি ট্যুইটারে লিখেছেন, 'ছাত্র সংসদের সভানেত্রীর বিরুদ্ধে কেন পুলিশ এফআইআর করল, কিছুতেই বুঝতে পারছি না৷' অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুচরিতা সেন অভিযোগ দায়ের করেছেন৷
The FIR against the president of JNUSU is totally understandable . How dare she stop a nationalist , desh Premi iron rod with her head . These anti nationals don’t even let our poor goons swing a lathi properly . They always put their bodies there . I know they love to get hurt .
— Javed Akhtar (@Javedakhtarjadu) January 7, 2020
JNU-তে ৪ জানুয়ারি সার্ভার রুম ভাঙচুর ও নিরাপত্তারক্ষীদের উপর হামলার অভিযোগ। নষ্ট করেছে ক্যাম্পাসের সম্পত্তি। JNU-তে তাণ্ডবে পাল্টা দিল্লি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা। স্বতঃপ্রণোদিত তদন্তের আবেদন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aishe Ghosh, Hindu Raksha Dal, JNU Violence