'JNU-এ দেশ ও হিন্দুত্ব বিরোধী কাজ হয়, তাই মেরেছি,' হামলার দায় নিয়ে বলল হিন্দু রক্ষা দল
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে তার দাবি, 'জেএনইউ-এ দেশবিরোধী ও হিন্দু বিরোধী কার্যলাপ চলছে৷ তাই আমরা মেরেছি৷'
#নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার দায় স্বীকার করল 'হিন্দু রক্ষা দল' নামে একটি গোষ্ঠী৷ নিজেকে ওই গোষ্ঠীর নেতা হিসেবে দাবি করে ভূপেন্দ্র তোমর ওরফে পিঙ্কি চৌধুরী নামে এক ব্যক্তি৷ ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে তার দাবি, 'জেএনইউ-এ দেশবিরোধী ও হিন্দু বিরোধী কার্যলাপ চলছে৷ তাই আমরা মেরেছি৷'
कल जेएनयू कांड की पूरी जिम्मेदारी ले ली है इसने। दिल्ली पुलिस के लिए केस आसान हो गया pic.twitter.com/528nk3YTR8
— Narendra nath mishra (@iamnarendranath) January 6, 2020
advertisement
জেএনইউ হামরা ঘটনায় ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষ-সহ ৩০ জন আহত৷ ভিডিও-তে পিঙ্কি চৌধুরী নামে ওই ব্যক্তি বলছে, 'দেশদ্রোহী কাজকর্মের আখড়া জেএনইউ৷ আমরা আর সহ্য করতে পারছিলাম না৷ জেএনইউ-এ হামলার সম্পূর্ণ দায় আমরা নিচ্ছি৷ রবিবার রাতে যারা জেএনইউ-এ হামলা করেছে, তারা আমাদের কর্মী৷'
advertisement
Hindu Raksha Dal chief takes 'full responsibility' for JNU violence Read @ANI story | https://t.co/5YVQtL70Cl pic.twitter.com/5tIASGIzCn — ANI Digital (@ani_digital) January 7, 2020
যদিও সমালোচকদের একাংশের দাবি, এবিভিপি-র বিরুদ্ধে ওঠা অভিযোগে ঢেকে ফেলার জন্যই হিন্দু রক্ষা দল নামে ওই গোষ্ঠী নিজেরা হামলার দায় কাঁদে নিচ্ছে৷
advertisement
ওই দিন রাতে যারা মুখ ঢেকে হামলা চালায়, তাদের চিহ্নিত করার জন্য ফেস-রিকগনিশন সফটওয়্যারের সাহায্য নিচ্ছে দিল্লি পুলিশ৷ সে দিনের ঘটনার একাধিক ভিডিও ও ছবি খতিয়ে দেখছে পুলিশ৷ সেই ছবি ও ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, প্রত্যেকের হাতেই লাঠি, লোহার রড ও হকি স্টিক৷
জেএনইউ ছাত্র সংগঠনের নেত্রী ঐশী ঘোষের অভিযোগ, এবিভিপি-র দুষ্কৃতীরা হামলা চালিয়েছে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি৷
advertisement
জেএনইউ-এর ঘটনায় দিল্লি পুলিশ আক্রান্ত ঐশী ঘোষের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে৷ ঐশীর বিরুদ্ধে এফআইআর-এর তীব্র নিন্দা করেছেন বিশিষ্ট গীতিকার ও কবি জাভেদ আখতার৷ তিনি ট্যুইটারে লিখেছেন, 'ছাত্র সংসদের সভানেত্রীর বিরুদ্ধে কেন পুলিশ এফআইআর করল, কিছুতেই বুঝতে পারছি না৷' অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুচরিতা সেন অভিযোগ দায়ের করেছেন৷
The FIR against the president of JNUSU is totally understandable . How dare she stop a nationalist , desh Premi iron rod with her head . These anti nationals don’t even let our poor goons swing a lathi properly . They always put their bodies there . I know they love to get hurt .
— Javed Akhtar (@Javedakhtarjadu) January 7, 2020
advertisement
JNU-তে ৪ জানুয়ারি সার্ভার রুম ভাঙচুর ও নিরাপত্তারক্ষীদের উপর হামলার অভিযোগ। নষ্ট করেছে ক্যাম্পাসের সম্পত্তি। JNU-তে তাণ্ডবে পাল্টা দিল্লি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা। স্বতঃপ্রণোদিত তদন্তের আবেদন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 07, 2020 2:16 PM IST