BJP: দিল্লির কোনও বড় মুখ নয়, তিন রাজ্যে বিজেপি-র সাফল্যের পিছনে এই নেতা!

Last Updated:

এত অল্প সময়ের মধ্যে আসেনি৷ গত দু' বছর ধরে উত্তর পূর্বের এই তিন রাজ্যে দলের সংগঠন ছড়িয়ে দিতে কঠিন পরিশ্রম করেছেন হিমন্ত বিশ্ব শর্মা৷

উত্তর পূর্বে বিরাট সাফল্য বিজেপি-র৷
উত্তর পূর্বে বিরাট সাফল্য বিজেপি-র৷
গুয়াহাটি: দীর্ঘদিন ধরেই বিজেপি-র লক্ষ্য ছিল উত্তর পূর্বের রাজ্যগুলিতে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করা৷ তিন রাজ্যে নির্বাচনের পর সেই অভীষ্ট লক্ষ্যে অনেকটাই পৌঁছে গেল পদ্ম শিবির৷ কিন্তু বিজেপি-র এই সাফল্যের জন্য দিল্লির কোনও নেতা নন, বিজেপি শিবিরের ভিতর থেকেই উঠে আসছে অন্য একজনের নাম৷ তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷
মেঘালয়, ত্রিপুরা এবং নাগাল্যান্ড- এই তিন রাজ্যে নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব দলের পক্ষ থেকে হিমন্ত বিশ্বশর্মাকেই দেওয়া হয়েছিল বলে বিজেপি সূত্রের খবর৷ সেই দায়িত্বে রীতিমতো স্টার মার্কস নিয়েই পাস করেছেন অসমের মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
বিজেপি-র এক নেতার কথায়, গত দু' মাসে মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় অন্তত ৬০টি সভা করেছেন হিমন্ত বিশ্বশর্মা৷ এর সঙ্গে ছিল রণকৌশল নির্ধারণের জন্য স্থানীয় প্রতিটি রাজ্যের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক৷ যা চলত রাত তিনটে পর্যন্ত৷
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ 
advertisement
তবে এই সাফল্য এত অল্প সময়ের মধ্যে আসেনি৷ গত দু' বছর ধরে উত্তর পূর্বের এই তিন রাজ্যে দলের সংগঠন ছড়িয়ে দিতে কঠিন পরিশ্রম করেছেন হিমন্ত বিশ্ব শর্মা৷ তিনিই উত্তর পূর্ব গণতান্ত্রিক মোর্চার প্রধান পদে রয়েছেন৷ এর আগে মেঘালয় এবং নাগাল্যান্ডে জোট সরকার গঠনের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা নিয়েছিলেন হিমন্ত৷ ফলে দলের পক্ষ থেকে এবার তাঁকেই এই তিন রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছিল৷
advertisement
এই তিন রাজ্যেই আদিবাসী ভোটের বড় প্রভাব রয়েছে৷ আদিবাসী ভোট যাতে বিজেপি-র বিপক্ষে না যায়, তা নিশ্চিত করতে প্রথমে তিপ্রামোথার সঙ্গে জোট গঠনের চেষ্টায় আলোচনা শুরু করেন হিমন্ত বিশ্বশর্মা৷ কিন্তু সেই চেষ্টা সফল না হওয়ায় পুরনো সঙ্গী আইপিএফটি-র সঙ্গে যাতে জোট না ভেঙে যায়, তা নিশ্চিত করেন হিমন্ত৷
advertisement
উত্তর পূর্বের এই তিন রাজ্যের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে৷ যেমন মেঘালয় এবং নাগাল্যান্ডে ক্রিশ্চান ভোট একটি বড় ফ্যাক্টর৷ বিজেপি যাতে সেই ভোট পায়, তা নিশ্চিত করতে আলাদা কৌশল ঠিক করেন অসমের মুখ্যমন্ত্রী৷
হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে উত্তর পূর্বের অধিকাংশ রাজনৈতিক দলেরই সম্পর্ক ভাল৷ বিশেষত এনপিপি, এনডিপিপি, তিপ্রামোথা দলগুলির সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভাল৷ সূত্রের খবর, ফল বেরনোর একদিন আগে বুধবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাও হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেছিলেন৷ বিজেপি নেতারাই স্বীকার করছেন, এই সাফল্যের পর সর্বভারতীয় স্তরে হিমন্ত বিশ্বশর্মার গুরুত্ব আরও বাড়বে৷
বাংলা খবর/ খবর/দেশ/
BJP: দিল্লির কোনও বড় মুখ নয়, তিন রাজ্যে বিজেপি-র সাফল্যের পিছনে এই নেতা!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement