BJP: দিল্লির কোনও বড় মুখ নয়, তিন রাজ্যে বিজেপি-র সাফল্যের পিছনে এই নেতা!

Last Updated:

এত অল্প সময়ের মধ্যে আসেনি৷ গত দু' বছর ধরে উত্তর পূর্বের এই তিন রাজ্যে দলের সংগঠন ছড়িয়ে দিতে কঠিন পরিশ্রম করেছেন হিমন্ত বিশ্ব শর্মা৷

উত্তর পূর্বে বিরাট সাফল্য বিজেপি-র৷
উত্তর পূর্বে বিরাট সাফল্য বিজেপি-র৷
গুয়াহাটি: দীর্ঘদিন ধরেই বিজেপি-র লক্ষ্য ছিল উত্তর পূর্বের রাজ্যগুলিতে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করা৷ তিন রাজ্যে নির্বাচনের পর সেই অভীষ্ট লক্ষ্যে অনেকটাই পৌঁছে গেল পদ্ম শিবির৷ কিন্তু বিজেপি-র এই সাফল্যের জন্য দিল্লির কোনও নেতা নন, বিজেপি শিবিরের ভিতর থেকেই উঠে আসছে অন্য একজনের নাম৷ তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷
মেঘালয়, ত্রিপুরা এবং নাগাল্যান্ড- এই তিন রাজ্যে নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব দলের পক্ষ থেকে হিমন্ত বিশ্বশর্মাকেই দেওয়া হয়েছিল বলে বিজেপি সূত্রের খবর৷ সেই দায়িত্বে রীতিমতো স্টার মার্কস নিয়েই পাস করেছেন অসমের মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
বিজেপি-র এক নেতার কথায়, গত দু' মাসে মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় অন্তত ৬০টি সভা করেছেন হিমন্ত বিশ্বশর্মা৷ এর সঙ্গে ছিল রণকৌশল নির্ধারণের জন্য স্থানীয় প্রতিটি রাজ্যের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক৷ যা চলত রাত তিনটে পর্যন্ত৷
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ 
advertisement
তবে এই সাফল্য এত অল্প সময়ের মধ্যে আসেনি৷ গত দু' বছর ধরে উত্তর পূর্বের এই তিন রাজ্যে দলের সংগঠন ছড়িয়ে দিতে কঠিন পরিশ্রম করেছেন হিমন্ত বিশ্ব শর্মা৷ তিনিই উত্তর পূর্ব গণতান্ত্রিক মোর্চার প্রধান পদে রয়েছেন৷ এর আগে মেঘালয় এবং নাগাল্যান্ডে জোট সরকার গঠনের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা নিয়েছিলেন হিমন্ত৷ ফলে দলের পক্ষ থেকে এবার তাঁকেই এই তিন রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছিল৷
advertisement
এই তিন রাজ্যেই আদিবাসী ভোটের বড় প্রভাব রয়েছে৷ আদিবাসী ভোট যাতে বিজেপি-র বিপক্ষে না যায়, তা নিশ্চিত করতে প্রথমে তিপ্রামোথার সঙ্গে জোট গঠনের চেষ্টায় আলোচনা শুরু করেন হিমন্ত বিশ্বশর্মা৷ কিন্তু সেই চেষ্টা সফল না হওয়ায় পুরনো সঙ্গী আইপিএফটি-র সঙ্গে যাতে জোট না ভেঙে যায়, তা নিশ্চিত করেন হিমন্ত৷
advertisement
উত্তর পূর্বের এই তিন রাজ্যের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে৷ যেমন মেঘালয় এবং নাগাল্যান্ডে ক্রিশ্চান ভোট একটি বড় ফ্যাক্টর৷ বিজেপি যাতে সেই ভোট পায়, তা নিশ্চিত করতে আলাদা কৌশল ঠিক করেন অসমের মুখ্যমন্ত্রী৷
হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে উত্তর পূর্বের অধিকাংশ রাজনৈতিক দলেরই সম্পর্ক ভাল৷ বিশেষত এনপিপি, এনডিপিপি, তিপ্রামোথা দলগুলির সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভাল৷ সূত্রের খবর, ফল বেরনোর একদিন আগে বুধবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাও হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেছিলেন৷ বিজেপি নেতারাই স্বীকার করছেন, এই সাফল্যের পর সর্বভারতীয় স্তরে হিমন্ত বিশ্বশর্মার গুরুত্ব আরও বাড়বে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BJP: দিল্লির কোনও বড় মুখ নয়, তিন রাজ্যে বিজেপি-র সাফল্যের পিছনে এই নেতা!
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement