Tripura Election Result 2023: ‘যতটা আশা করেছিলাম, ততটা ভাল ফল হয়নি’, ত্রিপুরা নিয়ে কেন বললেন মানিক

Last Updated:

Tripura Vidhan Sabha Chunav Result| ত্রিপুরা নির্বাচনের ফলাফল 2023: বাম-কংগ্রেস ভোটের ফল নিয়ে আশাবাদী থাকলেও ইভিএম খোলার পরে দেখা গিয়েছে, সরকার গড়ার আশেপাশেও নেই বাম ও কংগ্রেস৷

আগরতলা: ভোটের ফল খুশি নন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা৷ ভোটের ফল বিজেপির পক্ষে গিয়েছে৷ আবারও একক ভাবে ক্ষমতায় আসতে চলেছে গেরুয়া শিবির৷ তবুও খুব একটা খুশি নন মানিক সাহা৷ বিজেপি বলেছিল, ভোটের ফলে গেরুয়া সুনামি দেখা যাবে, তাই নিয়ে মানিকের মন্তব্য, ‘‘আমরা যতটা আশা করেছিলাম, ততটা ভাল ফল হয়নি৷ আমরা পরবর্তীতে এই ফলের কারণ খুঁজে দেখব৷’’
ত্রিপুরায় স্লো-বাট স্টেডি ম্যাচ খেলেছে বিজেপি৷ শুরুর দিকে পিছিয়ে থাকলেও বেলা গড়াতেই একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে গেরুয়া শিবির৷ আর তা নিশ্চিত হতেই নিউজ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মানিক বললেন, ‘‘কেন এমন ফল হল, কেন আরও বেশি আসন এল না, তা নিয়ে দল এখনই আলোচনায় বসবে৷ কারণ, আগামী এক বছরের মধ্যে লোকসভার নির্বাচন৷’’
advertisement
advertisement
আরও পড়ুন -ঘুরে দাঁড়ালো বাম-কংগ্রেস, কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপি! ত্রিপুরার চাবিকাঠি তিপ্রামোথার হাতে?
বাম-কংগ্রেস ভোটের ফল নিয়ে আশাবাদী থাকলেও ইভিএম খোলার পরে দেখা গিয়েছে, সরকার গড়ার আশেপাশেও নেই বাম ও কংগ্রেস৷ মানিক বলছেন, এটি তিনি জানতেন৷ তিনি বলেছেন, ‘‘আমি জানতাম বাম-কংগ্রেস ভোটের ভাল ফল করতে পারবেন না৷ এর পিছনে রাজনৈতিক কারণও আছে৷ আদি কংগ্রেসের সমর্থকরা কখনই বামেদের ভোট দিতে পারবে না৷ তা এটা ওদের মতাদর্শে আঘাত করে৷ বামেদের ক্ষেত্রেও একই জিনিস৷ সেই কারণে ভোট হয়নি৷ এই ফল দেখে তাই মনে হচ্ছে৷’’
advertisement
আশ্চর্যজনক ভাবে তিপ্রামোথাকেও বার্তা দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা৷ তিনি বলেছেন, ‘‘তিপ্রামোথাকে অসংখ্য শুভেচ্ছা৷ একটা দল প্রথমবারের জন্য ত্রিপুরার নির্বাচনে লড়াই করেছে৷ সেখানে দারুণ ফল করেছে এই দলটি৷ ওরা যদি সত্যি আদিবাসী জনগনের জন্য কাজ করেন, তাদের উন্নয়নে সাহায্য করা হবে৷ প্রয়োজনে প্রশাসনের তরফ থেকে সবরকম সাহায্য করা হবে৷’’ তবে এ বারেও কি তিনি মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন, নাকি অন্য কেউ বিজেপির নতুন সরকারের মুখ্যমন্ত্রী হবেন? তা নিয়ে অবশ্য স্পষ্ট কথা বলেননি মানিক৷ তিনি বলেছেন, রাজভবনে যখন যাব, তখন দেখতেই পাবেন৷
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Tripura Election Result 2023: ‘যতটা আশা করেছিলাম, ততটা ভাল ফল হয়নি’, ত্রিপুরা নিয়ে কেন বললেন মানিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement