আগরতলা: ভোটের ফল খুশি নন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা৷ ভোটের ফল বিজেপির পক্ষে গিয়েছে৷ আবারও একক ভাবে ক্ষমতায় আসতে চলেছে গেরুয়া শিবির৷ তবুও খুব একটা খুশি নন মানিক সাহা৷ বিজেপি বলেছিল, ভোটের ফলে গেরুয়া সুনামি দেখা যাবে, তাই নিয়ে মানিকের মন্তব্য, ‘‘আমরা যতটা আশা করেছিলাম, ততটা ভাল ফল হয়নি৷ আমরা পরবর্তীতে এই ফলের কারণ খুঁজে দেখব৷’’
ত্রিপুরায় স্লো-বাট স্টেডি ম্যাচ খেলেছে বিজেপি৷ শুরুর দিকে পিছিয়ে থাকলেও বেলা গড়াতেই একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে গেরুয়া শিবির৷ আর তা নিশ্চিত হতেই নিউজ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মানিক বললেন, ‘‘কেন এমন ফল হল, কেন আরও বেশি আসন এল না, তা নিয়ে দল এখনই আলোচনায় বসবে৷ কারণ, আগামী এক বছরের মধ্যে লোকসভার নির্বাচন৷’’
আরও পড়ুন - Tripura Election Result 2023 Live: ত্রিপুরায় বিজেপিকে জোর টক্কর দিচ্ছে জোট, মেঘালয়ে ভাল ফলের আশায় তৃণমূল
আরও পড়ুন -ঘুরে দাঁড়ালো বাম-কংগ্রেস, কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপি! ত্রিপুরার চাবিকাঠি তিপ্রামোথার হাতে?
বাম-কংগ্রেস ভোটের ফল নিয়ে আশাবাদী থাকলেও ইভিএম খোলার পরে দেখা গিয়েছে, সরকার গড়ার আশেপাশেও নেই বাম ও কংগ্রেস৷ মানিক বলছেন, এটি তিনি জানতেন৷ তিনি বলেছেন, ‘‘আমি জানতাম বাম-কংগ্রেস ভোটের ভাল ফল করতে পারবেন না৷ এর পিছনে রাজনৈতিক কারণও আছে৷ আদি কংগ্রেসের সমর্থকরা কখনই বামেদের ভোট দিতে পারবে না৷ তা এটা ওদের মতাদর্শে আঘাত করে৷ বামেদের ক্ষেত্রেও একই জিনিস৷ সেই কারণে ভোট হয়নি৷ এই ফল দেখে তাই মনে হচ্ছে৷’’
আশ্চর্যজনক ভাবে তিপ্রামোথাকেও বার্তা দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা৷ তিনি বলেছেন, ‘‘তিপ্রামোথাকে অসংখ্য শুভেচ্ছা৷ একটা দল প্রথমবারের জন্য ত্রিপুরার নির্বাচনে লড়াই করেছে৷ সেখানে দারুণ ফল করেছে এই দলটি৷ ওরা যদি সত্যি আদিবাসী জনগনের জন্য কাজ করেন, তাদের উন্নয়নে সাহায্য করা হবে৷ প্রয়োজনে প্রশাসনের তরফ থেকে সবরকম সাহায্য করা হবে৷’’ তবে এ বারেও কি তিনি মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন, নাকি অন্য কেউ বিজেপির নতুন সরকারের মুখ্যমন্ত্রী হবেন? তা নিয়ে অবশ্য স্পষ্ট কথা বলেননি মানিক৷ তিনি বলেছেন, রাজভবনে যখন যাব, তখন দেখতেই পাবেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tripura Election 2023