Himachal Pradesh Disaster: হিমাচলে ভয়ঙ্কর বন্যা, ভেসে গেল কো-অপারেটিভ ব্যাঙ্ক! কোথায় গেল ব্যাঙ্কের ৩৯ লক্ষ টাকা?
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Himachal Pradesh Disaster: থুনাগ বাজারে ভয়াবহ বন্যায় ২০০টির বেশি দোকান ও কো-অপারেটিভ ব্যাংকের শাখা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশ্ন উঠেছে, কোথায় গেল ব্যাঙ্কের ৩৯ লক্ষ টাকা? জানুন বিস্তারিত...
থুনাগ: হিমাচল প্রদেশের মান্ডি জেলার থুনাগ বাজারে ৩০ জুন রাতে এক ভয়াবহ বন্যা ঘটা ঘটনায় বিশাল ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এলাকাবাসী। এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৫০টির বেশি ভবন এবং ২০০টির মতো দোকান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। থুনাগ বাজারের ঠিক মধ্যখানে অবস্থিত হিমাচল প্রদেশ স্টেট কো-অপারেটিভ ব্যাংকের শাখাও এই দুর্যোগের হাত থেকে রেহাই পায়নি।
এই শাখাটি একটি বাড়ির গ্রাউন্ড ফ্লোরে চালানো হচ্ছিল, যার সামনের অংশ এখন কাদামাটিতে ভরে গেছে। তবে এই ব্যাঙ্কের সঙ্গে যুক্ত ২২ হাজার গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ ব্যাংকের সেফে রাখা ৩৯ লক্ষ টাকা পুরোপুরি নিরাপদ রয়েছে।
advertisement
advertisement
মান্ডি-২ জেলার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পঙ্কজ শর্মা জানিয়েছেন, “ব্যাঙ্কের ভিতরের ফাইল, কম্পিউটার ও আসবাবপত্র কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সেফ একদম অক্ষত রয়েছে। এই শাখাটি গত ২৫ বছরেরও বেশি সময় ধরে চলছে এবং এটি ব্যাংকের অগ্রণী শাখাগুলোর মধ্যে একটি, যেখানে বছরে প্রায় ১২০ কোটি টাকার লেনদেন হয়।”
তিনি আরও জানান, ব্যাংকের সেফ এতটাই মজবুত যে জল বা অন্য কোনো কারণে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবু যদি কোনোভাবে ক্ষতি হয়েও যায়, তাহলে ব্যাংকের ব্ল্যাঙ্কেট পলিসির আওতায় সেই টাকার বিমা রয়েছে।
advertisement
পঙ্কজ শর্মা আরও স্পষ্ট করে জানান, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুল খবর অনুযায়ী এখানে কোনও লকার সুবিধা নেই, শুধুমাত্র ক্যাশের জন্য সেফ রয়েছে এবং তা সম্পূর্ণ সুরক্ষিত।
দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে সরকার ১ কোটি টাকা নগদ সহায়তার জন্য পাঠিয়েছে। থুনাগে দ্রুত ব্যাঙ্ক পরিষেবা চালু করতে কাজ চলছে। বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ মিললেই, অন্য কোনো ভবনে অস্থায়ীভাবে ২-৩ দিনের মধ্যে ব্যাঙ্কের কাজ শুরু হবে।
advertisement
লোন সংক্রান্ত সমস্ত রেকর্ড জেলা দফতরে সংরক্ষিত আছে এবং তা থুনাগ ব্রাঞ্চে ফেরত পাঠানো হবে। গ্রাহকদের পক্ষে চিন্তার কোনো কারণ নেই—তাঁদের টাকা সুরক্ষিত এবং ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে দৃঢ়প্রতিজ্ঞ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2025 4:29 PM IST