#নয়াদিল্লি: অনেক আশা৷ প্রতিবছরের মতো এ বারও৷ আশা পূরণ হবে কি? নির্মলার লাল খাতায় কী রয়েছে, তা জানা যাবে বেলা ১১টায় ৷ আর্থিক ঝিমুনির আবহে কিছুক্ষণের মধ্যেই মোদি সরকারের বাজেট। বাজেট নিয়ে কী প্রত্যাশা দেশবাসীর? মানুষের হাতে বাড়তি টাকা দিতে আয়করের হার কমবে বলে প্রত্যাশা। রেল থেকে মধ্যবিত্তের পকেটে কতটা স্বস্তি দেবে নির্মলা সীতারামনের বাজেট --- সেই দিকেই তাকিয়ে দেশবাসী। বাড়ছে প্রত্যাশার পারদ। আশা-প্রত্যাশার দোলাচালের মাঝে সোশ্যাল মিডিয়া মাতল বাজেট মিমে ৷
কোথাও মধ্যবিত্তের অপেক্ষা বোঝাতে গিয়ে রাস্তায় শুয়েই পড়ছেন মিস্টার বিন ৷ আবার কোথাও বাজেট নিয়ে মধ্যবিত্তের আশা ভঙ্গ বোঝাতে দৌড়াতে গিয়ে সিঁড়ি দিয়ে আছড়ে পড়ছেন ‘সলমনের বউদি’ ৷ কারোর আবার প্রশ্ন, নেটফ্লিক্স, প্রাইম এবং হটস্টারের অ্যানুয়াল সাবসক্রিপশনে কোনও ভতুর্কি পাওয়া যাবে কি? এভাবেই শনিবারের সকাল সোশ্যাল মিডিয়া বাজেটের উত্তেজনার মাঝেই মাতল মিম নিয়ে হই-হুল্লোড়ে ৷ এক নজরে দেখে নিন সেই সব ভাইরাল সোশ্যাল মিম ৷
Half of budget has been declared, still there is no announcement on subsidy for annual subscription of Netflix, Prime and Hotstar. Is this the india we want to live in ? #Budget2019