নরেন্দ্র মোদির উপর আত্মঘাতী হামলার হুমকি চিঠি! হইচই পড়ে গেল কেরলে
- Published by:Swaksharsen Gupta
- news18 bangla
Last Updated:
Pm Modi Kerala tour: পরের সপ্তাহের শুরুতে কেরলে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। তার আগে এমন হুমকি চিঠি!
কোচি : সোমবার প্রধানমন্ত্রী মোদির কেরল সফরের আগেই শোরগোল ফেলে দিয়েছে একটি হুমকি চিঠি। আগামী ২৪ এপ্রিল কেরলে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। তার আগেই বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রনের কাছে আসে একটি হুমকি চিঠি।
সেই চিঠি নিয়ে তোলপাড় কেরলের রাজ্য-রাজনীতি। সেই চিঠিতে নরেন্দ্র মোদিকে আত্মঘাতী হামলায় খুনের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এমন চিঠি পাওয়ার পর কেরলে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে ।
আরও পড়ুন- মাত্র ৭.৫০ লক্ষ টাকায় মিলছে জমি! দেশের এই শহরে স্বপ্ন পূরণের পথে ক্রেতারা
চিঠি পাওয়ার পর বিজেপির রাজ্য সভাপতি সেটি কেরল পুলিশের এডিজি (ইনটেলিজেন্স) টি কে বিনোদ কুমারের কাছে পাঠিয়ে দেন। এর পরেই নানা জায়গায় তল্লাশি চালানো হয়েছে।
advertisement
advertisement
চিঠিতে প্রেরকের নাম এবং অন্যান্য তথ্যও দেওয়া ছিল বলে জানা গিয়েছে। ২৪ এপ্রিল মোদির কোচি সফরের সময় একটি আত্মঘাতী হামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল ওই চিঠিতে।
ইতিমধ্যেই পুলিশ ওই হুমকি চিঠিতে লেখা নামের সূত্র ধরে জোসেফ নামে এক ব্যক্তিকে শনাক্তও করেছে। যদিও কেরলের এরনাকুলামের বাসিন্দা ওই ব্যক্তি চিঠি পাঠানোর বিষয়টি অস্বীকার করেছেন।
advertisement
ওই ব্যক্তির দাবি, তাঁর নাম ব্যবহার করে কেউ বা কারা এমন কাজ করেছে। তাঁকে মিথ্যা অভিযোগে জড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে।
আরও পড়ুন- দেখা গেল চাঁদ, ভারতে খুশির ইদ পালিত হবে শনিবার
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এই বিষয়ে রাজ্যের কাছে আরও তথ্য চেয়ে পাঠিয়েছে। কেরল পুলিশের এডিজি চিঠিটি সংবাদ মাধ্যমের সামনে এনেছেন।
advertisement
পুলিশের দাবি, এই চিঠির পিছনে পিএফআই-সহ আরও কয়েকটি সংগঠনের হাত থাকতে পারে। বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছেন, আগামী সোমবার কোচিতে আসার কথা প্রধানমন্ত্রীর। তিনি থাকবেন তিরুবনন্তপুরমে। পরদিন বন্দে ভারত এক্সপ্রেস-এর উদ্বোধন করার কথা নরেন্দ্র মোদির।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2023 6:50 PM IST